০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
তানজিম ইসলাম :

অবসরে যাওয়ার আগে জমির শ্রেণি পরিবর্তন দলিল করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা পীরগাছার সাব রেজিস্ট্রার রাম জীবন কু্ন্ডু

  • প্রকাশিত ০৫:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

৫ই আগষ্ট স্বৈরাচার সরকার আওয়ামী লীগের পতন হলেও পতন হয়নি আওয়ামী লীগের স্ট্রিকার লাগানো কিছু উই ফোঁড়া যারা এখন আওয়ামী লীগ কে বাচিয়ে রাখার জন্য তাদের অর্থ সরবরাহ করে যাচ্ছে এরকম একজন হলেন পীরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ড।

যিনি গত ১৭ বছর আওয়ামী আওয়ামী লীগ স্ট্রিকার গায়ে লাগিয়ে দেশের সর্বোচ্চ বড় বড় স্টেশন গুলোতে কর্মরত ছিলেন এবং আছে যার জন্ম ১০-০৯- ১৯৬৫ সাল সেও হয়েছে মুজিবনগর এর কর্মচারী আর মুজিব নগরে কর্মচারী তাদেকে বলা হয় যারা মুক্তি যোদ্ধার সাথে জড়িত ছিলেন কিন্তুু রহস্য এখানে বেরিয়ে আছে সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ডু যার বয়স যুদ্ধের সময় মাএ ৬ বছর ছিলো সেও নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়ে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে নিজেকে প্রমাণ রয়েছে মুক্তিযোদ্ধার জাল সার্টিফিকেট দিয়ে হয়ে যান মুজিবনগর এর কর্মচারী।

সাব রেজিস্ট্রার রামজীবন কু্ন্ডু ডিমলা, রংপুর, বোদা ও বর্তমানে পীরগাছা সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত আছে এসকল প্রত্যেক অফিসে তার বিরুদ্ধে ঘুষ – দুর্নীতি ও ক্ষমতা দাপটে জাল দলিল করার অভিযোগ আছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর দাখিল করা এক অভিযোগ সূত্রে জানা যায় সাব রেজিস্টার রামজীবন কুন্ড অতি শীঘ্রই অবসরে চলে যাচ্ছেন সেই সুবাদে রামজীবন কুন্ড এবং রংপুরে জেলার রেজিস্ট্রার রফিকুল ইসলাম দু’জনে মিলে এক সিন্ডিকেট করে তুলেছেন তারা সেই সিন্ডিকেটের মাধ্যমে বদলি বাণিজ্য সহ নানান ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে দুহাতে প্রতিদিন কামিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

পীরগাছা সাব রেজিস্ট্রি অফিসের নাম না বলা এক দলিল লেখক জানান সাব রেজিস্ট্রার রাম জীবন কু্ন্ডু অবসরে যাবেন বলে আইনের অপব্যাখ্যা দিয়ে জমি শ্রেণী পরিবর্তন করে স্যার প্রতিদিন যেকোনো দলিল রেজিস্ট্রি করে যাচ্ছেন এবং দলিলের সরকারি ফি বাদে অতিরিক্ত ফি নিয়ে দলিল রেজিস্ট্রি করেন যদি কোন দলিলে কোন প্রকার সমস্যা মনে করেন তাহলে সেই দলিল লেখক কে তার নিজ কামড়ায় ডেকে নিয়ে মোটা অংকের ঘুষ দাবি করে থাকেন এবং তা দিতে রাজি না হলে সেই দলিল লেখক কে ভয় দেখিয়ে তার কাছ মোটা অংকের ঘুষ নিয়ে থাকেন ।

দৈনিক স্বদেশ বিচিত্রার অনুসন্ধান টিম সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ডুর অফিসে অনুসন্ধান চালিয়ে জানতে পারেন তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ও প্রানী সম্পদ মন্ত্রী রমেশ সেন ছিল তার শশুর তার নাম ব্যবহার করে রংপুর জেলার পূজা উদযাপন কমিটির বড় পথ ভাগিয়ে নেন সেই সাথে তার ক্ষমতা অপব্যবহার করে তিনি ডিমলা থেকে রংপুর সদরে চলে আসেন রংপুর সদরে থাকা অবস্থায় তিনি তার অবৈধ ঘুষ দুর্নীতি আরো বাড়িয়ে তোলেন।

যা সম্পূর্ণ প্রমাণ রয়েছে দৈনিক স্বদেশ বিচিত্রা হাতে
দুর্নীতি দমন কমিশনের দুদকের দাখিল ও অভিযোগ সূত্রে আরও জানা যায় পীরগাছা সাব রেজিস্ট্রি অফিস থেকে তিনি অবসরে চলে যাবেন বলে দলিল প্রতি অতিরিক্ত ২০০০ টাকা করে ফি নেন ঘোষণাপত্র দেওয়ার জন্য নেন ৫০০০ থেকে ৮০০০ হাজার টাকা যা সরকারি ফি সম্পূর্ণ বাইরে এতে আতঙ্কে পড়ে রয়েছেন পীরগাছার সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা।

এই সকল দুর্নীতি করে তিনি রংপুর নগরীতে আরএমসি মার্কেটের সামনে ৮ তলা ভবনে রয়েছে ২টি ফ্লাট, রংপুর ধাপ চেক পোস্ট, সড়কের পাশেও রয়েছে আরও দুটি ফ্লাট এবং বাড়ি, ঢাকা ধানমন্ডিত ও গুলশানে রয়েছেন ২ থেকে ৪ টি ফ্ল্যাট, বিলাশ।বহুল গাড়ি ব্যবহার করেন যার মূল্য কোটি টাকার উপরে এবং তিনি ইন্ডিয়ার নাগরিক হিসেবে রয়েছেন ইন্ডিয়ান কার্ট ও পাসপোর্ট ইন্ডিয়া কলিকাতা রয়েছেন তার ডুপ্লেক্স দুটি বাড়ি , সেই সুবাদে কিছুদিন আগেও তিনি ইন্ডিয়ায় গিয়ে ঘুরে এসেছেন বাড়ি থেকে এবং দেখা করে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সেই সুবাদে সকল তথ্য অনুযায়ী উঠে আসেন ইন্ডিয়ার র”এজেন্টের সাথে জড়িত সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ড।

সাব রেজিস্ট্রার রাম জীবন কুন্ডর সকল অভিযোগ পত্র দৈনিক স্বদেশ হাতে আসলে তার বক্তব্যর জন্য একাধিকবার ফোন করলে ফোনটি রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয়

৩৬ টি শীর্ষ শুন্য পদ এখন ও খালি এলজিইডি তে স্থবিরতা

তানজিম ইসলাম :

অবসরে যাওয়ার আগে জমির শ্রেণি পরিবর্তন দলিল করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা পীরগাছার সাব রেজিস্ট্রার রাম জীবন কু্ন্ডু

প্রকাশিত ০৫:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

৫ই আগষ্ট স্বৈরাচার সরকার আওয়ামী লীগের পতন হলেও পতন হয়নি আওয়ামী লীগের স্ট্রিকার লাগানো কিছু উই ফোঁড়া যারা এখন আওয়ামী লীগ কে বাচিয়ে রাখার জন্য তাদের অর্থ সরবরাহ করে যাচ্ছে এরকম একজন হলেন পীরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ড।

যিনি গত ১৭ বছর আওয়ামী আওয়ামী লীগ স্ট্রিকার গায়ে লাগিয়ে দেশের সর্বোচ্চ বড় বড় স্টেশন গুলোতে কর্মরত ছিলেন এবং আছে যার জন্ম ১০-০৯- ১৯৬৫ সাল সেও হয়েছে মুজিবনগর এর কর্মচারী আর মুজিব নগরে কর্মচারী তাদেকে বলা হয় যারা মুক্তি যোদ্ধার সাথে জড়িত ছিলেন কিন্তুু রহস্য এখানে বেরিয়ে আছে সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ডু যার বয়স যুদ্ধের সময় মাএ ৬ বছর ছিলো সেও নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়ে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে নিজেকে প্রমাণ রয়েছে মুক্তিযোদ্ধার জাল সার্টিফিকেট দিয়ে হয়ে যান মুজিবনগর এর কর্মচারী।

সাব রেজিস্ট্রার রামজীবন কু্ন্ডু ডিমলা, রংপুর, বোদা ও বর্তমানে পীরগাছা সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত আছে এসকল প্রত্যেক অফিসে তার বিরুদ্ধে ঘুষ – দুর্নীতি ও ক্ষমতা দাপটে জাল দলিল করার অভিযোগ আছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর দাখিল করা এক অভিযোগ সূত্রে জানা যায় সাব রেজিস্টার রামজীবন কুন্ড অতি শীঘ্রই অবসরে চলে যাচ্ছেন সেই সুবাদে রামজীবন কুন্ড এবং রংপুরে জেলার রেজিস্ট্রার রফিকুল ইসলাম দু’জনে মিলে এক সিন্ডিকেট করে তুলেছেন তারা সেই সিন্ডিকেটের মাধ্যমে বদলি বাণিজ্য সহ নানান ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে দুহাতে প্রতিদিন কামিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

পীরগাছা সাব রেজিস্ট্রি অফিসের নাম না বলা এক দলিল লেখক জানান সাব রেজিস্ট্রার রাম জীবন কু্ন্ডু অবসরে যাবেন বলে আইনের অপব্যাখ্যা দিয়ে জমি শ্রেণী পরিবর্তন করে স্যার প্রতিদিন যেকোনো দলিল রেজিস্ট্রি করে যাচ্ছেন এবং দলিলের সরকারি ফি বাদে অতিরিক্ত ফি নিয়ে দলিল রেজিস্ট্রি করেন যদি কোন দলিলে কোন প্রকার সমস্যা মনে করেন তাহলে সেই দলিল লেখক কে তার নিজ কামড়ায় ডেকে নিয়ে মোটা অংকের ঘুষ দাবি করে থাকেন এবং তা দিতে রাজি না হলে সেই দলিল লেখক কে ভয় দেখিয়ে তার কাছ মোটা অংকের ঘুষ নিয়ে থাকেন ।

দৈনিক স্বদেশ বিচিত্রার অনুসন্ধান টিম সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ডুর অফিসে অনুসন্ধান চালিয়ে জানতে পারেন তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ও প্রানী সম্পদ মন্ত্রী রমেশ সেন ছিল তার শশুর তার নাম ব্যবহার করে রংপুর জেলার পূজা উদযাপন কমিটির বড় পথ ভাগিয়ে নেন সেই সাথে তার ক্ষমতা অপব্যবহার করে তিনি ডিমলা থেকে রংপুর সদরে চলে আসেন রংপুর সদরে থাকা অবস্থায় তিনি তার অবৈধ ঘুষ দুর্নীতি আরো বাড়িয়ে তোলেন।

যা সম্পূর্ণ প্রমাণ রয়েছে দৈনিক স্বদেশ বিচিত্রা হাতে
দুর্নীতি দমন কমিশনের দুদকের দাখিল ও অভিযোগ সূত্রে আরও জানা যায় পীরগাছা সাব রেজিস্ট্রি অফিস থেকে তিনি অবসরে চলে যাবেন বলে দলিল প্রতি অতিরিক্ত ২০০০ টাকা করে ফি নেন ঘোষণাপত্র দেওয়ার জন্য নেন ৫০০০ থেকে ৮০০০ হাজার টাকা যা সরকারি ফি সম্পূর্ণ বাইরে এতে আতঙ্কে পড়ে রয়েছেন পীরগাছার সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা।

এই সকল দুর্নীতি করে তিনি রংপুর নগরীতে আরএমসি মার্কেটের সামনে ৮ তলা ভবনে রয়েছে ২টি ফ্লাট, রংপুর ধাপ চেক পোস্ট, সড়কের পাশেও রয়েছে আরও দুটি ফ্লাট এবং বাড়ি, ঢাকা ধানমন্ডিত ও গুলশানে রয়েছেন ২ থেকে ৪ টি ফ্ল্যাট, বিলাশ।বহুল গাড়ি ব্যবহার করেন যার মূল্য কোটি টাকার উপরে এবং তিনি ইন্ডিয়ার নাগরিক হিসেবে রয়েছেন ইন্ডিয়ান কার্ট ও পাসপোর্ট ইন্ডিয়া কলিকাতা রয়েছেন তার ডুপ্লেক্স দুটি বাড়ি , সেই সুবাদে কিছুদিন আগেও তিনি ইন্ডিয়ায় গিয়ে ঘুরে এসেছেন বাড়ি থেকে এবং দেখা করে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সেই সুবাদে সকল তথ্য অনুযায়ী উঠে আসেন ইন্ডিয়ার র”এজেন্টের সাথে জড়িত সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ড।

সাব রেজিস্ট্রার রাম জীবন কুন্ডর সকল অভিযোগ পত্র দৈনিক স্বদেশ হাতে আসলে তার বক্তব্যর জন্য একাধিকবার ফোন করলে ফোনটি রিসিভ করেননি।