তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আগামীকাল ২৬ আগস্ট এশিয়া এনার্জি (জিসিএম)-কে দেশ থেকে বহিষ্কার, দালালদের বিচারসহ শহীদদের রক্তে লেখা ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং নেতৃবৃন্দের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ী দিবস পালিত হবে।
ফুলবাড়ী দিবসের কর্মসূচি
ফুলবাড়ী দিবসে আগামীকাল ২৬ আগস্ট ২০২৫, সোমবার, সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
এছাড়াও দিনাজপুরের ফুলবাড়ীতে সকাল ৯ টায় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী র্যালী ও ফুলবাড়ী সভা-সমাবেশের মাধ্যমে শহীদদের স্মরণ করা হবে।
(খবর বিজ্ঞপ্তি’র)