০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
আসমা উল হুসনা

এসো জীবন গড়ি

  • প্রকাশিত ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

নিরাশ হয়েছ কেন এত সহজে
অনাবিল মন নিয়ে বস জায়নামাজে।
স্রষ্টার সৃষ্টি কথা সামনে রাখ সবে
তবেই মোদের এই জগতে
শান্তির জায়গা হবে।

অন্যায় আর অত্যাচার
তারাব চির তরে,
অন্ধ জীবন পূর্ণ,
খোদার নামটি স্বরে।
গাড়ি-বাড়ি টাকা কড়ি
বুনছ শত জাল,
ভূ তোমার জীবন সাথী
তুচ্ছ পরকাল।
রংবাজের এই রঙ মহলে
মাতলে যে সব কোলাহলে,
এখনও তোর সময় আছে
মাতলামীর ভাব ছেড়েদে,
আল্লাহ নবীর পথ ধরিয়া
এই দুনিয়া পারিদে।

Tag :
জনপ্রিয়

অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী

আসমা উল হুসনা

এসো জীবন গড়ি

প্রকাশিত ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নিরাশ হয়েছ কেন এত সহজে
অনাবিল মন নিয়ে বস জায়নামাজে।
স্রষ্টার সৃষ্টি কথা সামনে রাখ সবে
তবেই মোদের এই জগতে
শান্তির জায়গা হবে।

অন্যায় আর অত্যাচার
তারাব চির তরে,
অন্ধ জীবন পূর্ণ,
খোদার নামটি স্বরে।
গাড়ি-বাড়ি টাকা কড়ি
বুনছ শত জাল,
ভূ তোমার জীবন সাথী
তুচ্ছ পরকাল।
রংবাজের এই রঙ মহলে
মাতলে যে সব কোলাহলে,
এখনও তোর সময় আছে
মাতলামীর ভাব ছেড়েদে,
আল্লাহ নবীর পথ ধরিয়া
এই দুনিয়া পারিদে।