বাঁশখালী পৌরসভার আস্করিয়া সড়ক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম। রবিবার দুপুরে এ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পৌর সচিব তৌহিদুল ইসলাম ও পৌরসভা প্রকৌশলী আরাফাত।
পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম ও পৌর সচিব তৌহিদুল ইসলাম আস্করিয়া সড়কের বেহাল দশার করুণ চিত্র স্বচক্ষে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের মুখে ভোগান্তি ও কষ্টের কথা শোনেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেইনের ব্যবস্থা না থাকার কারনে সামান্য বৃষ্টিতেই এই সড়কটি পানিতে তলিয়ে যায়, এতে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারী ও যানবাহন চলাচলকারীদের।
এ সময় ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য পৌর সচিবকে নির্দেশ দেন। পাশাপাশি লাল পতাকা দিয়ে ড্রেইনের সীমানা চিহ্নিত করা এবং এলাকাবাসীর সহযোগীতায় অচিরেই ড্রেইনের কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন।
০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোহাম্মদ আমিনুল ইসলাম :
বাঁশখালী পৌরসভার আস্করিয়া সড়ক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম
Tag :
জনপ্রিয়