জেল প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনার আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমী কমপ্লেক্সে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব/সার্বিক)মোঃ ফিরোজ শাহ; র্যা ব-৬, খুলনার অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরিফিন, পিএসসি, জি (আর্টিলারি); অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; খুলনা জেলার পুলিশ সুপার, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার);স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (উপসচিব)
মোঃ ইউসুপ আলী; সিভিল সার্জন খুলনা ডাঃ শেখ সফিকুল ইসলাম; নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্টার প্রফেসর ড. শাহ আলম; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান; খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির এবং খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরদার মাহাবুবার রহমান উপস্থিত ছিলেন।