বাংলাদেশ হিন্দু পরিষদের অন্যতম অভিভাবক ও নির্বাহী সভাপতি বাবুল দাস দাদার প্রিয় ছোট ভাই অরুন দাস গত ২১ শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল হতে নিজ বাড়ি ভান্ডারিয়ায় মোটর সাইকেলযোগে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পরলোক গমন করেছেন (দিব্যান লোকান্ স গচ্ছতু)।
অরুন দাস বাংলাদেশ হিন্দু পরিষদ পরিবারের একজন মানবিক সদস্য, তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ হিন্দু পরিষদ পরিবার গভীর শোকাহত।
বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত সভাপতি বাবু দীপঙ্কর সিকদার দিপু বলেন অরুণ দাস মহোদয়ের মাতা এখনো জীবিত, মায়ের কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভারী বস্তু যার ওজন করা সম্ভব নয়, একমাত্র ঈশ্বরই জানেন কেন তিনি এই বৃদ্ধ মাকে ও আমাদের সবাইকে এই শোক দিয়েছেন। ঈশ্বর অরুণ দাসকে স্বর্গবাসী করুক এই প্রার্থনা।
বাংলাদেশ হিন্দু পরিষদ পরিবার স্বর্গীয় অরুন দাসের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।