প্রতি দিনের ন্যায় চল না বন্ধু
একটু চায়ের আড্ডায়
ঐখানে বন্ধু মেলায় চলবে
আড্ডা খোশ গল্পে
কথার ফাকে জনের কন্ঠে
শোনবো মোরা তারুণ্যের গান
সবাই মিলে করবো মজা
গানের তালে তালে ।
হৃদয় ঝিনুক কিবা এমদাদ
সবাই মিলে করবে হৈ-হুল্লোড়
নাহিদ তৌহিদ আসবে আফ্রিদি
বসবে একসাথে ।
কবি রফিকের কলমে লেখবে বসে
আবেগের কবিতা
রং চায়ের চুমুকে চুমুকে প্রকাশ
পাবে মনের যত কথা
রওশান রত্ন মনের আনন্দে
চায়ের চুমুকে চুমুকে গেয়ে উঠবে
মন ভুলানো ভালবাসার গান
বন্ধু দের মনে লাগবে আনন্দের দোলা
আসাদ বাবু এসে বলবে
তখন হায় তোরা কেমন আসিস
তাহার আগমনে সকলের মনে
বয়ে যাবে আনন্দের বন্যা
সবার অনুরোধে আসাদ বাবু
গেয়ে উঠবে অনামিকার সেই গান
গানের তালে নাচবে তখন রুবি শিউলি
আর বন্ধু মহল।
সবাই তখন মাতিয়ে তুলবে চায়ের আড্ডায়
একটু খানি চায়ের আড্ডায় যেন আনন্দের বন্যা।