বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে আসছে অণিমা মুক্তি গমেজের নতুন গান। ‘ধন্য বাঙালি, জাতির জীবনে পেয়েছি বঙ্গমাতাকে/ ভুলি নাই সেই মহিয়সী নারী, পিতার প্রেরণাদাতাকে’ অস্থায়ী দিয়ে গানটি লিখেছেন কবি তপন বাগচী আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার। বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে গানটির রেকর্ড হয়েছে।
লোকসংগীতের সুধাকণ্ঠী শিল্পী ও সাংসদ অণিমা মুক্তি গমেজ বলেন, আমার সৌভাগ্য যে মহীয়সী বঙ্গমাতাকে নিয়ে গান গাইতে পেরেছি। তপন বাগচীর লেখা কাব্যময় বাণীতে শাহীন সরদারের মতো প্রখ্যাত সুরকারের ছোঁয়ায় এই মৌলিক গানটি বঙ্গমাতাকে নিয়ে অনন্য একটি গান হয়ে উঠেছে। বঙ্গমাতার জন্মদিনে জন্য একটি উৎকৃষ্ট গান তৈরির জন্য আমি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ ও কবি এবং বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী বলেন, বেতার থেকে যখন অফার আসে বঙ্গমাতাকে নিয়ে গান লেখার তখন সন্ধান করে দেখি যে বঙ্গবন্ধুকে নিয়ে কাব্যগুণসম্পন্ন গান থাকলেও বঙ্গমাতাকে নিয়ে রচিত ভালোগানের বেশ অভাব। কয়েকবছর আগে শিল্পী সঞ্জয় রায়ের সুরে একটি গান লিখেছিলাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে গানটি প্রধানমন্ত্রীর সামনে গীত হয় এবং তা প্রশংসিত হয়। এবার আমি বঙ্গমাতাকেই জাতির পিতার প্রেরণা— এই ভাষ্যকে কাব্যগুণে রূপান্তর করেছি। কবিতার গান সুর দিয়ে খ্যাতি অর্জন করা সুরকার শাহীন সরদারের হাতে পড়ে গানটি নতুন মাত্রা পেয়েছে।
সংগীত পরিচালক শাহীন সরদার বলেন, তপন বাগচীর গানের কবিতার প্রতিটি বাক্যের ভাবার্থ ও চেতনার আলোকে আমি সুর করার চেষ্টা করেছি। আর সংসদের সদস্য হয়েও বরেণ্য শিল্পী অণিমা মুক্তি গমেজ যে গানের আত্মনিবেদন থেকে একটুও সরে যাননি, এই গান তার প্রমাণ দেবে। তাঁর অসাধারণ গায়কিতে গানটি পূর্ণতা পেয়েছে। গানটি আগামী ৮ আগষ্ট বঙ্গমাতার জন্মদিনে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকেই প্রচারিত হবে।
গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল ও প্রযোজনা করেছেন সহকারী পরিচালক রাকিবা কবির।বঙ্গমাতাকে নিয়ে বেতারের বিশেষ গান
……..
নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে আসছে অণিমা মুক্তি গমেজের নতুন গান। ‘ধন্য বাঙালি, জাতির জীবনে পেয়েছি বঙ্গমাতাকে/ ভুলি নাই সেই মহিয়সী নারী, পিতার প্রেরণাদাতাকে’ অস্থায়ী দিয়ে গানটি লিখেছেন কবি তপন বাগচী আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার। বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে গানটির রেকর্ড হয়েছে।
লোকসংগীতের সুধাকণ্ঠী শিল্পী ও সাংসদ অণিমা মুক্তি গমেজ বলেন, আমার সৌভাগ্য যে মহীয়সী বঙ্গমাতাকে নিয়ে গান গাইতে পেরেছি। তপন বাগচীর লেখা কাব্যময় বাণীতে শাহীন সরদারের মতো প্রখ্যাত সুরকারের ছোঁয়ায় এই মৌলিক গানটি বঙ্গমাতাকে নিয়ে অনন্য একটি গান হয়ে উঠেছে। বঙ্গমাতার জন্মদিনে জন্য একটি উৎকৃষ্ট গান তৈরির জন্য আমি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ ও কবি এবং বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী বলেন, বেতার থেকে যখন অফার আসে বঙ্গমাতাকে নিয়ে গান লেখার তখন সন্ধান করে দেখি যে বঙ্গবন্ধুকে নিয়ে কাব্যগুণসম্পন্ন গান থাকলেও বঙ্গমাতাকে নিয়ে রচিত ভালোগানের বেশ অভাব। কয়েকবছর আগে শিল্পী সঞ্জয় রায়ের সুরে একটি গান লিখেছিলাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে গানটি প্রধানমন্ত্রীর সামনে গীত হয় এবং তা প্রশংসিত হয়। এবার আমি বঙ্গমাতাকেই জাতির পিতার প্রেরণা— এই ভাষ্যকে কাব্যগুণে রূপান্তর করেছি। কবিতার গান সুর দিয়ে খ্যাতি অর্জন করা সুরকার শাহীন সরদারের হাতে পড়ে গানটি নতুন মাত্রা পেয়েছে।
সংগীত পরিচালক শাহীন সরদার বলেন, তপন বাগচীর গানের কবিতার প্রতিটি বাক্যের ভাবার্থ ও চেতনার আলোকে আমি সুর করার চেষ্টা করেছি। আর সংসদের সদস্য হয়েও বরেণ্য শিল্পী অণিমা মুক্তি গমেজ যে গানের আত্মনিবেদন থেকে একটুও সরে যাননি, এই গান তার প্রমাণ দেবে। তাঁর অসাধারণ গায়কিতে গানটি পূর্ণতা পেয়েছে। গানটি আগামী ৮ আগষ্ট বঙ্গমাতার জন্মদিনে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকেই প্রচারিত হবে।
গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল ও প্রযোজনা করেছেন সহকারী পরিচালক রাকিবা কবির।বঙ্গমাতাকে নিয়ে বেতারের বিশেষ গান
……..
নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে আসছে অণিমা মুক্তি গমেজের নতুন গান। ‘ধন্য বাঙালি, জাতির জীবনে পেয়েছি বঙ্গমাতাকে/ ভুলি নাই সেই মহিয়সী নারী, পিতার প্রেরণাদাতাকে’ অস্থায়ী দিয়ে গানটি লিখেছেন কবি তপন বাগচী আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার। বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে গানটির রেকর্ড হয়েছে।
লোকসংগীতের সুধাকণ্ঠী শিল্পী ও সাংসদ অণিমা মুক্তি গমেজ বলেন, আমার সৌভাগ্য যে মহীয়সী বঙ্গমাতাকে নিয়ে গান গাইতে পেরেছি। তপন বাগচীর লেখা কাব্যময় বাণীতে শাহীন সরদারের মতো প্রখ্যাত সুরকারের ছোঁয়ায় এই মৌলিক গানটি বঙ্গমাতাকে নিয়ে অনন্য একটি গান হয়ে উঠেছে। বঙ্গমাতার জন্মদিনে জন্য একটি উৎকৃষ্ট গান তৈরির জন্য আমি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ ও কবি এবং বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী বলেন, বেতার থেকে যখন অফার আসে বঙ্গমাতাকে নিয়ে গান লেখার তখন সন্ধান করে দেখি যে বঙ্গবন্ধুকে নিয়ে কাব্যগুণসম্পন্ন গান থাকলেও বঙ্গমাতাকে নিয়ে রচিত ভালোগানের বেশ অভাব। কয়েকবছর আগে শিল্পী সঞ্জয় রায়ের সুরে একটি গান লিখেছিলাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে গানটি প্রধানমন্ত্রীর সামনে গীত হয় এবং তা প্রশংসিত হয়। এবার আমি বঙ্গমাতাকেই জাতির পিতার প্রেরণা— এই ভাষ্যকে কাব্যগুণে রূপান্তর করেছি। কবিতার গান সুর দিয়ে খ্যাতি অর্জন করা সুরকার শাহীন সরদারের হাতে পড়ে গানটি নতুন মাত্রা পেয়েছে।
সংগীত পরিচালক শাহীন সরদার বলেন, তপন বাগচীর গানের কবিতার প্রতিটি বাক্যের ভাবার্থ ও চেতনার আলোকে আমি সুর করার চেষ্টা করেছি। আর সংসদের সদস্য হয়েও বরেণ্য শিল্পী অণিমা মুক্তি গমেজ যে গানের আত্মনিবেদন থেকে একটুও সরে যাননি, এই গান তার প্রমাণ দেবে। তাঁর অসাধারণ গায়কিতে গানটি পূর্ণতা পেয়েছে। গানটি আগামী ৮ আগষ্ট বঙ্গমাতার জন্মদিনে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকেই প্রচারিত হবে।
গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল ও প্রযোজনা করেছেন সহকারী পরিচালক রাকিবা কবির।
০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গমাতাকে নিয়ে বেতারের বিশেষ গান
Tag :
#এনডিপি #প্রধানমন্ত্রী #একনেক #প্রধানমন্ত্রীর চীন এনডিপি এনজিও নতুন চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এনডিপি এনজিও নিয়োগ এনডিপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজা এবং ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৬ জন মাদক কারবারি গ্রেফতারঃ বঙ্গমাতাকে নিয়ে বেতারের বিশেষ গান
জনপ্রিয়