– গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাংবাদিক ও মানবাধিকার কর্মী আশরাফ উদ্দিন মিথ্যা অভিযোগে বার বার হয়রানীর স্বীকার হচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। জানা যায় বিগত ১৮ ই আগস্ট, ২০২৫ তারিখে কালিয়াকৈর থানা পুলিশ তার নিজস্ব অফিস থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত ঘটনার এক মামলায় (এফ.আই.আর নং-২১, তারিখঃ-১৬ জানুয়ারী, ২০২৫) গ্রেপ্তার করেন। তদন্তকারী পুলিশ কর্মকর্তার আদালতে প্রেরীত পত্রে আশরাফ উদ্দিন কে মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু প্রকৃত পক্ষে তিনি কোন দিনই মৌচাক ইউনিয়ন যুবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন না। আরও জানা যায়, আশরাফ উদ্দিন পেশায় একজন দলিল লেখক। মামলায় উল্লেখিত বিগত ০৫ ই আগস্ট, ২০২৪ ঘটনার সময় তিনি ১১ ই আগস্ট, ২০২৪ তারিখের রেজিষ্ট্রীতব্য একটি দলিলের মোসাবিদা করার জন্য তার নিজস্ব অফিসে অবস্থান করছিলেন। তার পরিবারের পক্ষ থেকে জানায় ঘটনার সাথে সংশ্লীষ্টতার প্রমাণ ছাড়াই তাকে রহস্যজনক কারণে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য গত কয়েক মাস আগে কালিয়াকৈর থানার আরও একটি মামলায় মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে তিনি জামিন পায়। এলাকাবাসী জানায় আশরাফ উদ্দিন একজন সমাজ সেবক এবং সর্বদা বিপদগ্রস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এছাড়াও তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। বর্তমানে তিনি দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার এবং জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেকেই মনে করেন কালিয়াকৈর পৌরসভার ০৬ নং ওয়ার্ড কালামপুর মৌজাস্থিত এক খন্ড জমিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাকে বার বার হয়রানী করে যাচ্ছেন। কালিয়াকৈরের সাংবাদিক মহল, দলিল লেখকবৃন্দ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ আশরাফ উদ্দিনের দ্রুত মুক্তি কামনা করেন
০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম