‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে গাছের চারা রোপন ও বিতরণ করেছে প্রথম আলো ফেনী বন্ধুসভা। রোববার দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন মামুন, উপদোষ্টা নাজমুল হক শামীম, ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার ভানু, বন্ধুসভার সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঞা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দিপংকর রায় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সদস্য মনিকা রায় প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনা রানী নাথ, সিরাজুল করিম ভূঁইয়া, মোমেনা আক্তার চৌধুরী, মো. শহিদ উল্লাহ, সজল চন্দ্র পাল, সীমা রানী দাস ও ফরিদা আক্তার উপস্থিত ছিলেন।
বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ শেষে স্কুলের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন মামুন বলেন, ফেনী বন্ধুসভার সদস্যরা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এই সময় তারা শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করছেন।
দেলোয়ার হোসেন
কার্য নির্বাহী সদস্য , ফেনী বন্ধুসভা।