১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

মোঃ সাইফুল খানঃ স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি’ প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এ মেধা পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মেধা পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২০২২-২০২৩ সেশনের এসএসসি ও এইচএসসি পাশ সর্বোচ্চ মেধা পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও অভিভাবকদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি পাস শিক্ষার্থী ১৬জন ও এইচএসসি পাস শিক্ষার্থী ১৬ জনসহ মোট ৩২ জন শিক্ষার্থীকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা ও মাধ্যমিক শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা পূর্বেই দেওয়া হয়েছে বলে জানানো হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) মুনমুন পাল। এ সময় তিনি অভিবাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধাবীরা বিকশিত হবেই। কোনো ভাবেই মেধা দাবিয়ে রাখা যায় না। এই মেধাবী শিক্ষার্থীরাই দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কেবলমাত্র শিক্ষার্থীদের পরিশ্রমেই সফলতা অর্জন করা সম্ভব নয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সকলের প্রচেষ্টায় সফলতা অর্জন করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষণা কর্মকর্তা (একিউইউ) পরিকল্পনা ও উন্নয়ন শাখা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রফিকুল ইসলাম, এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুজ্জামান মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিউলি হালদার।

অনুষ্ঠানে উপজেলার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি ও সমমানের নির্বাচিত কৃতি শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

৩০ লক্ষ টাকা যৌতুক না দেয়ায় নির্যাতনের শিকার গৃহবধূ ফারহানা

কাশিয়ানীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

মোঃ সাইফুল খানঃ স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি’ প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এ মেধা পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মেধা পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২০২২-২০২৩ সেশনের এসএসসি ও এইচএসসি পাশ সর্বোচ্চ মেধা পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও অভিভাবকদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি পাস শিক্ষার্থী ১৬জন ও এইচএসসি পাস শিক্ষার্থী ১৬ জনসহ মোট ৩২ জন শিক্ষার্থীকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা ও মাধ্যমিক শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা পূর্বেই দেওয়া হয়েছে বলে জানানো হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) মুনমুন পাল। এ সময় তিনি অভিবাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধাবীরা বিকশিত হবেই। কোনো ভাবেই মেধা দাবিয়ে রাখা যায় না। এই মেধাবী শিক্ষার্থীরাই দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কেবলমাত্র শিক্ষার্থীদের পরিশ্রমেই সফলতা অর্জন করা সম্ভব নয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সকলের প্রচেষ্টায় সফলতা অর্জন করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষণা কর্মকর্তা (একিউইউ) পরিকল্পনা ও উন্নয়ন শাখা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রফিকুল ইসলাম, এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুজ্জামান মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিউলি হালদার।

অনুষ্ঠানে উপজেলার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি ও সমমানের নির্বাচিত কৃতি শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।