০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীতে ছিনতাইয়ের ০৮(আট) ঘণ্টার মধ্যে ০৬ ছিনতাইকারী গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার।

  • প্রকাশিত ০৬:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ২৪১ বার দেখা হয়েছে

জনৈক আব্দুল আজিজ, ফাজি কর্পোরেশনের অধীন বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসার গত ১০/০৭/২০২৪খ্রিঃ তার কর্মস্থল হতে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে নগদ ২,৬০,০০০/-টাকা নিয়ে ডিস্ট্রিবিউশন করার উদ্দেশ্যে গুদ্দারপাড় হয়ে বালিগাও যাওয়ার পথে ফেনী থানাধীন রামপুর কন্ট্রাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তার উপর একটি সিএনজি অটোরিক্সা নিয়ে কতিপয় মুখোশদারী খুষ্কৃতিকারী মোটর সাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বর্ণিত টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ সুপার ফেনী মহোদয় উক্ত অভিযোগ অবক্ষত হয়ে ছিনতাইয়ের বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করে তাৎক্ষনিকভাবে ছিনতাইয়ের সহিত জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও পুষ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখাকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম, পিপিএম এর বর্ণিত বিশেষ দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শাহাদাৎ হোসেন এবং দোয়াই ক্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, ফেনী এর অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ (পিপিএম বার) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ সামসুজ্জামান, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ সাইফুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ আব্দুর রহমান গাজী, এসআই(নিঃ) আবু সুফিয়ান, এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম, এএসআই (নিঃ) সামছুদ্দোহা রাসেল, এএসআই (নিঃ) কামরুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ জহির আলম, এএসআই (নিঃ) মিহির চন্দ্র ভৌমিক এবং ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ১০/০৭/২০২৪খ্রিঃ বেলা ১০০০০ ঘটিকার সময় ফেনী সদর থানাধীন পৌরসভাস্থ ১৪নং ওয়ার্ড, পশ্চিম রামপুর কন্টাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তা হইতে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজ এর নিকট হইতে ছিনতাইকৃত ২,৬০,০০০/-টাকার মধ্যে ১,৪১,০৬০/-টাকা উদ্ধার এবং ০৬জন ছিনতাইকারী ০১। মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা-মৃত আল মামুন, মাতা-সাবিনা আক্তার, সাং-কাকড়াতলী, বাদশা চেয়ারম্যানের এলাকা, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, এপি/-ভাই ভাই ম্যানশনের নিচতলা, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনী। ০২। আব্দুর রাজ্জাক (২২), পিতা-সোহরাব হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং- জীনগাড়া (গাজীবাড়ী), থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, এপি/-রেনু কলোনী, ডানহাম গলি, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনী, ০৩। ফয়েজ উল্ল্যাহ রাজিম (১৯), পিতা-মৃত মোঃ বাবু, মাতা-মৃত সেভারা বেগম, সাং-ধর্মপুর (বকশী ফরাজি বাড়ী), থানা ও জেলা-ফেনী, ০৪। মোঃ ইসমাইল হোসেন মাসুম (২৪), পিতা-মৃত ইব্রাহীম খলিল, মাতা- জয়নব বানু, সাং-কাঠালিয়া চৌকিদার বাড়ী, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, এপি/-মমতা ম্যানশন নিচতলা, বেনুর কলোনী, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনী। ০৫। মোঃ রেদোয়ান হোসেন হৃদয় (২১), পিতা-নরুল আফসার, মাতা-নেহার আক্তার, সাং-উত্তর আলম পুর, (মানতরাপ ভূইয়া বাড়ী), জয়লস্কর, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী, এপি/- নাদিয়াতুল মাদরাসার ৬তলা, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনী। ০৬। ওমর ফারুক আরমান (২১), পিতা-হাবিবুর রহমান, মাতা-জোসনা বেগম, সাং-সুন্দরপুর (মানিক মিয়ার বাড়ী), থানা ও জেলা-ফেনী, এপি/-খোকন মিয়ার কলোনী, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনীগণকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, আটককৃত আসামী সাব্বির হোসেন গত ১০/০৭/২০২৪খ্রিঃ সকাল ০৮০০ঘটিকার সময় অপর আটককৃত আসামী রেদোয়ান, মাসুম, আরমান, জাকিরসহ বর্ণিত বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজ এর বহনকৃত টাকাগুলো ছিনতাই করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক রেদোয়ান ঘটনার দিন সকাল ০৯:১০ঘটিকার সময় ছিলোনিয়া সিএনজি স্ট্যান্ড হইতে তার পূর্ব পরিচিত সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিম এর সহিত ঘটনার বিষয়ে পরামর্শ করিয়া পরিকল্পনা মতে সিএনজি যোগে বেলা ০৯:৪০ ঘটিকার সময় ফেনী সদর খানাধীন পুরাতন পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত মাসুম, আরমান, জাকিরের নিকট আসে। তখন তারা ০৪জন উক্ত নাম্বার বিহীন সিএনজি যোগে মামলার ঘটনাস্থল অত্র থানাধীন পশ্চিম রামপুর কন্ট্রাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তায় আসে এবং ভিকটিম বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার আব্দুল আজিজ এর জন্য অপেক্ষা করতে থাকে। বেলা অনুমান ১০০০০ ঘটিকার সময় মামলার বাদী ভিকটিম আব্দুল আজিজ তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে আসলে রেদোয়ান, মাসুম, আরমান, জাকির মুখে মুখোশ পড়ে দেশীয় অস্ত্রের ভয় দেখাইয়া ভিকটিমের মোটর সাইকেল এর গতিরোধ করে মাসুম ভিকটিমকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে ভিকটিমের সাথে থাকা টাকা ভর্তি ব্যাগটি নিয়ে বর্ণিত সিএনজি যোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল লালপুল অংশের যে কোন স্থানে ব্যাগ হইতে টাকাগুলো নিয়ে ব্যাগ এবং ভিকটিমের মোবাইল ফোন রাস্তায় ফেলে দেয়। একই সাথে ঘটনার সময় আটককৃত’দের গায়ে থাকা শার্ট, গেঞ্জিও অজ্ঞাতস্থানে ফেলে দেয়। পরবর্তীতে বর্ণিত আটককৃতরা লুষ্ঠিত টাকা নিয়ে ফেনী শহরে দিক-সেদিক ঘুরাফেরা করে বেলা অনুমান ১২:২০ঘটিকার সময় পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত সাব্বির হোসেনের নিকট আসে। রেদোয়ান এবং আরমান তাদের পকেটে থাকা ২৫০০০০/-টাকা সাব্বিরকে বুঝাইয়া দেয়। সাব্বির উক্ত টাকা হইতে রেদোয়ানকে ৩০,০০০/-, আরমানকে-৩০,০০০/-, রাজ্জাককে ৭০,০০০/-, মাসুমকে-২০,০০০/-, সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিম’কে ১০,০০০/- এবং নিজে ৯০,০০০/-টাকা নিয়ে বাকীদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলে। অভিযানে সাব্বিরের দখল/হেফাজত হইতে ছিনতাইকৃত টাকার মধ্যে ৯০,০০০/-টাকা, রাজ্জাকের নিকট হইতে ৩.২০০/-টাকা, মাসুম থেকে ৬৮৬০/-টাকা, রেদোয়ান থেকে ১৮০০০/-টাকা, আরমানের নিকট হইতে ২০,০০০/- এবং সিএনজি ড্রাইভারের নিকট হইতে ৩০০০/-টাকাসহ সর্বমোট ১,৪১,০৬০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। একই সাথে ঘটনার কাজে নাম্বার বিহীন সিএনজিটিও উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামীরা ঘটনার সহিত জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীতে ছিনতাইয়ের ০৮(আট) ঘণ্টার মধ্যে ০৬ ছিনতাইকারী গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার।

প্রকাশিত ০৬:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

জনৈক আব্দুল আজিজ, ফাজি কর্পোরেশনের অধীন বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসার গত ১০/০৭/২০২৪খ্রিঃ তার কর্মস্থল হতে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে নগদ ২,৬০,০০০/-টাকা নিয়ে ডিস্ট্রিবিউশন করার উদ্দেশ্যে গুদ্দারপাড় হয়ে বালিগাও যাওয়ার পথে ফেনী থানাধীন রামপুর কন্ট্রাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তার উপর একটি সিএনজি অটোরিক্সা নিয়ে কতিপয় মুখোশদারী খুষ্কৃতিকারী মোটর সাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বর্ণিত টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ সুপার ফেনী মহোদয় উক্ত অভিযোগ অবক্ষত হয়ে ছিনতাইয়ের বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করে তাৎক্ষনিকভাবে ছিনতাইয়ের সহিত জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও পুষ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখাকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম, পিপিএম এর বর্ণিত বিশেষ দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শাহাদাৎ হোসেন এবং দোয়াই ক্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, ফেনী এর অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ (পিপিএম বার) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ সামসুজ্জামান, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ সাইফুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ আব্দুর রহমান গাজী, এসআই(নিঃ) আবু সুফিয়ান, এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম, এএসআই (নিঃ) সামছুদ্দোহা রাসেল, এএসআই (নিঃ) কামরুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ জহির আলম, এএসআই (নিঃ) মিহির চন্দ্র ভৌমিক এবং ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ১০/০৭/২০২৪খ্রিঃ বেলা ১০০০০ ঘটিকার সময় ফেনী সদর থানাধীন পৌরসভাস্থ ১৪নং ওয়ার্ড, পশ্চিম রামপুর কন্টাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তা হইতে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজ এর নিকট হইতে ছিনতাইকৃত ২,৬০,০০০/-টাকার মধ্যে ১,৪১,০৬০/-টাকা উদ্ধার এবং ০৬জন ছিনতাইকারী ০১। মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা-মৃত আল মামুন, মাতা-সাবিনা আক্তার, সাং-কাকড়াতলী, বাদশা চেয়ারম্যানের এলাকা, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, এপি/-ভাই ভাই ম্যানশনের নিচতলা, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনী। ০২। আব্দুর রাজ্জাক (২২), পিতা-সোহরাব হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং- জীনগাড়া (গাজীবাড়ী), থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, এপি/-রেনু কলোনী, ডানহাম গলি, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনী, ০৩। ফয়েজ উল্ল্যাহ রাজিম (১৯), পিতা-মৃত মোঃ বাবু, মাতা-মৃত সেভারা বেগম, সাং-ধর্মপুর (বকশী ফরাজি বাড়ী), থানা ও জেলা-ফেনী, ০৪। মোঃ ইসমাইল হোসেন মাসুম (২৪), পিতা-মৃত ইব্রাহীম খলিল, মাতা- জয়নব বানু, সাং-কাঠালিয়া চৌকিদার বাড়ী, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, এপি/-মমতা ম্যানশন নিচতলা, বেনুর কলোনী, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনী। ০৫। মোঃ রেদোয়ান হোসেন হৃদয় (২১), পিতা-নরুল আফসার, মাতা-নেহার আক্তার, সাং-উত্তর আলম পুর, (মানতরাপ ভূইয়া বাড়ী), জয়লস্কর, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী, এপি/- নাদিয়াতুল মাদরাসার ৬তলা, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনী। ০৬। ওমর ফারুক আরমান (২১), পিতা-হাবিবুর রহমান, মাতা-জোসনা বেগম, সাং-সুন্দরপুর (মানিক মিয়ার বাড়ী), থানা ও জেলা-ফেনী, এপি/-খোকন মিয়ার কলোনী, পুরাতন পলিশ কোয়ার্টার রামপুর, ফেনী সদর, ফেনীগণকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, আটককৃত আসামী সাব্বির হোসেন গত ১০/০৭/২০২৪খ্রিঃ সকাল ০৮০০ঘটিকার সময় অপর আটককৃত আসামী রেদোয়ান, মাসুম, আরমান, জাকিরসহ বর্ণিত বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজ এর বহনকৃত টাকাগুলো ছিনতাই করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক রেদোয়ান ঘটনার দিন সকাল ০৯:১০ঘটিকার সময় ছিলোনিয়া সিএনজি স্ট্যান্ড হইতে তার পূর্ব পরিচিত সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিম এর সহিত ঘটনার বিষয়ে পরামর্শ করিয়া পরিকল্পনা মতে সিএনজি যোগে বেলা ০৯:৪০ ঘটিকার সময় ফেনী সদর খানাধীন পুরাতন পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত মাসুম, আরমান, জাকিরের নিকট আসে। তখন তারা ০৪জন উক্ত নাম্বার বিহীন সিএনজি যোগে মামলার ঘটনাস্থল অত্র থানাধীন পশ্চিম রামপুর কন্ট্রাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তায় আসে এবং ভিকটিম বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার আব্দুল আজিজ এর জন্য অপেক্ষা করতে থাকে। বেলা অনুমান ১০০০০ ঘটিকার সময় মামলার বাদী ভিকটিম আব্দুল আজিজ তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে আসলে রেদোয়ান, মাসুম, আরমান, জাকির মুখে মুখোশ পড়ে দেশীয় অস্ত্রের ভয় দেখাইয়া ভিকটিমের মোটর সাইকেল এর গতিরোধ করে মাসুম ভিকটিমকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে ভিকটিমের সাথে থাকা টাকা ভর্তি ব্যাগটি নিয়ে বর্ণিত সিএনজি যোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল লালপুল অংশের যে কোন স্থানে ব্যাগ হইতে টাকাগুলো নিয়ে ব্যাগ এবং ভিকটিমের মোবাইল ফোন রাস্তায় ফেলে দেয়। একই সাথে ঘটনার সময় আটককৃত’দের গায়ে থাকা শার্ট, গেঞ্জিও অজ্ঞাতস্থানে ফেলে দেয়। পরবর্তীতে বর্ণিত আটককৃতরা লুষ্ঠিত টাকা নিয়ে ফেনী শহরে দিক-সেদিক ঘুরাফেরা করে বেলা অনুমান ১২:২০ঘটিকার সময় পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত সাব্বির হোসেনের নিকট আসে। রেদোয়ান এবং আরমান তাদের পকেটে থাকা ২৫০০০০/-টাকা সাব্বিরকে বুঝাইয়া দেয়। সাব্বির উক্ত টাকা হইতে রেদোয়ানকে ৩০,০০০/-, আরমানকে-৩০,০০০/-, রাজ্জাককে ৭০,০০০/-, মাসুমকে-২০,০০০/-, সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিম’কে ১০,০০০/- এবং নিজে ৯০,০০০/-টাকা নিয়ে বাকীদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলে। অভিযানে সাব্বিরের দখল/হেফাজত হইতে ছিনতাইকৃত টাকার মধ্যে ৯০,০০০/-টাকা, রাজ্জাকের নিকট হইতে ৩.২০০/-টাকা, মাসুম থেকে ৬৮৬০/-টাকা, রেদোয়ান থেকে ১৮০০০/-টাকা, আরমানের নিকট হইতে ২০,০০০/- এবং সিএনজি ড্রাইভারের নিকট হইতে ৩০০০/-টাকাসহ সর্বমোট ১,৪১,০৬০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। একই সাথে ঘটনার কাজে নাম্বার বিহীন সিএনজিটিও উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামীরা ঘটনার সহিত জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে