বগুড়ায় নবাগত পুলিশ সুপার জাকির হাসান বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরপ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জাকির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বগুড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সভায় পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের নবাগত পুলিশ সুপার স্বাগত জানান এবং অত্র জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদক, জঙ্গিবাদ, অনলাইন জুয়া, কিশোরগ্যাং সহ যেকোন ধরনণর অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। পুলিশ ও সাংবাদিকের পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার মানসে জেলা পুলিশ বগুড়ায় নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
মতবিনিময় সভায় বগুড়া জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা।
Tag :
জনপ্রিয়