মোঃ আমির হোসেন, কালিয়াকৈর( গাজীপুর) থেকে : গাজীপুরের কালিয়াকৈর সোনাতলা মৌজা চা বাগান বান্দর মার্কেট, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম,রফিকুল ইসলামের বিরুদ্ধে বনের জায়গায় দোকানপাট করার অভিযোগ উঠেছে, বনের জায়গায় বসবাস করে আবার বনের জায়গায় দখল করে প্রায় ৪৫ টা দোকান করে ভিট কর্মকর্তাদের তোয়াক্কা না করে দোকানদারদেরকাছ থেকে অধিক ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে, এদিকে ভান্নারা স্থানীয় বাসিন্দা আজিজ হাওলাদার, অভিযোগ করে বলে আনুমানিক ১২ সালে বান্দর মার্কেট ১৭ পয়েন্ট ৫০ শতাংশ জমি ক্রয় করি ক্রয় করে ভোগ দখল করে থাকি প্রায় ১১ বছর মাঝে কিছুদিন আমি আজিজ হাওলাদার আমার বিশেষ কাজের ব্যস্ততার কারণে আমার ১৭.৫০ ডিসি মেল জায়গার খোঁজখবর রাখতে পারিনি এই সময়টাকে কাজে লাগিয়ে, সৈয়দ রফিকুল ইসলাম জোরপূর্বক ভাবে জমি দখল করে আছে সৈয়দ রফিকুল ইসলাম,সভাপতি পদপ্রার্থী নয় নং ওয়ার্ড (বিএনপি) সভাপতি দাবি করে রেকরটিও সম্পত্তি জবরদখল করে খাইতেছে।
এদিকে আজিজ হাওলাদার এর বক্তব্য, সৈয়দ রফিকুল ইসলাম কে বলে, আপনার কাছে যা কাগজ পাতি আছে আপনি আমার সাথে বসেন আমার কাছে যা আছে কাগজ পাতি এগুলো নিয়ে আপনি যখন বলবেন তখনই বসবো আজিজ হাওলাদার এর বক্তব্য আমি যদি কাগজ পাতিতে জায়গা পায় তাহলে আমি নিব আর যদি আপনার কাগজ পাতিতে আপনি জমিটি খাইতে পারেন তাহলে আমি আপনাকে আমার জমি সসম্মানে দিয়ে চলে যাব আমি একটি কথাও বলবো না স্থানীয় নেত্রী বিন্দের বক্তব্য তাই সৈয়দ রফিকুল ইসলামকে কাগজ পাতি নিয়ে বসতে বললে রফিকুল ইসলাম বিভিন্ন তালবাহানা করে, এদিকে আজিজ হাওলাদারের বক্তব্য আমার ক্রয় কিত সম্পত্তির, জেএল নম্বর, ৩৯৯, এসে ৩৬৪, আর এস, খতিয়ান, ৪২০, এসে দাগ ১৫১৩, টোটাল জমির পরিমাণ, ২৭৬ এর কাঁতে, ১৭ পয়েন্ট ৫০ শতাংশ, মালিক আজিজ হাওলাদার, এই জমি জবরদখল করে খাইতেছে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী, সৈয়দ রফিকুল ইসলাম গায়ের জোর খাটিয়ে।