কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে কামারচালা গ্রামে জাকির হোসেন (৩৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জাকির হোসেনের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেজাবর গ্রামের সুমেজ উদ্দিনের ছেলে। তিন ছেলের মধ্যে জাকির হোসেন ছিল দ্বিতীয়। মৃত জাকির হোসেন মধ্যপাড়া ইউনিয়নের রয়েনা রিসোর্টে শ্রমিক পদে চাকরি করতো। তার স্ত্রীর কথা অনুযায়ী প্রতিদিনের মতো শুক্রবার ভোর ৫ টা ১২ মিনিটে সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। মাঝপথে কামারচালা গ্রামের নিচু জমি ধান ক্ষেতের একপাশে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে মৌচাক ফাড়ির এস আই সেলিম হোসেন এবং তার সহযোগী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার ও সনাক্ত করে। মৃত ব্যক্তির শরীরে কোন প্রকার আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মৌচাক ফাড়ির এস আই সেলিম হোসেনের কথা অনুযায়ী লাশটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।