মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে ১৯ জুলাই শনিবার হোটেল সৈকতে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এর পক্ষ থেকে কৃষিকে বর্তমান আধুনিকতার ছোঁয়ায় কিভাবে আরো উন্নত ও টেকসই করা যায় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং কৃষকদের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের কৃষক সংবর্ধনা অনুষ্ঠানে মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান শ্লোগানে ডেপুটি ডিরেক্টর বদরুদ্দোজা ইমন সঞ্চালনায় লুমিনাস গ্রুপের ভিসি শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ আব্দুস সোবাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ভিশন ক্লিয়ার এবং ডিলার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন রুমিনাস গ্রুপের মার্কেটিং ডিরেক্টর ম্যাক মাসুক। এ সময় আরো বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের সীতাকুন্ডের জিএম মহরম আলী,সীতাকুণ্ড উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিত্রা বিশ্বাস,নোয়াখালী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হোসেন,সীতাকুণ্ড উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল মনসুর সহ চট্টগ্রামের আরো অন্যান্য থানার উপসহকারী কৃষি কর্মকর্তা ও লুমিনাস গ্রুপের অনেক নেতৃবৃন্দ।
লুমিনাস গ্রুপের মার্কেটিং ডিরেক্টর ম্যাক মাসুক উপস্থিত সকল কৃষকদেরকে বর্তমান প্রযুক্তি কিভাবে প্রয়োগ করে কৃষি কাজকে আরো উন্নত এবং টেকসই করা যায় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। তিনি লুমিনাস গ্রুপের সব ধরনের কৃষি পণ্যের ব্যাপারে সকল কৃষকদের পরিচিতি এবং কার্যকারিতা উপস্থাপন করেন। বিশেষ করে লুমিনাস গ্রুপের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মিরাক্কেল ন্যানো গ্রোথ নিয়ে তিনি বলেন আমাদের দেশের কৃষকরা মাটিতে অধিকাংশ ইউরিয়া ব্যবহার করেন যার কারণে দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছে লুমিনাস আমাদের জন্য নিয়ে এসেছে মিরাক্কেল ন্যানো গ্রোথ। আমাদের দেশে কৃষকরা তাদের যেই জমিতে ৫০ কেজি ইউরিয়া সার ব্যবহার করবে তারা শুধুমাত্র লুমিনাসের ৫০০ এমএল মিরাক্কেল ন্যানো গ্রোথ ব্যবহার করে একই রকম ফসল উৎপাদন করতে সক্ষম হবে।
কৃষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন বলেন, কৃষি মন্ত্রণালয় বিভাগীয় যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের ভাগ্য অনেক বেশি উন্নত হয়নি। বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের বিভাগীয় এবং উপজেলা কেন্দ্রিক যে সকল কৃষি অফিসাররা রয়েছে তারা সকল কৃষকদের ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে। সরকারি অনেক ডাক্তার রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট একটা ফি নেয় সে দিক থেকে আমাদের সকল কৃষি অফিসাররা কোন প্রকার ফি ছাড়াই আমাদের দেশে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে। আমাদের দেশের সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা কারণ কৃষি সম্বন্ধে তাদের জ্ঞান কম থাকায় আমরা তাদের যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা আজ থেকে ১২ বছর পূর্বে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। এই নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছিল। বাজার থেকে কিনে নিয়ে আসা একটি আপেল যখন বাসায় তিন থেকে চার মাস রাখার পরেও পচেনা তাহলে আপনারা চিন্তা করে দেখেন একটি আপেলে কি পরিমান কেমিক্যাল তথা বিষ আমরা কিনে খাচ্ছি। সাধারণ একটি আপেলে যদি বিষ প্রয়োগ করতে পারে তাহলে আমাদের দৈনন্দিন যত ধরনের খাবার রয়েছে সবগুলো খাবারে রয়েছে খুব ক্ষতিকর বিষ। খাবারের এই সকল বিষের কারণে আমরা প্রতিদিন প্রতিনিয়ত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। আর তাই আমাদের স্লোগান হলো মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান।
আমাদের দেশে কৃষকরা যদি মাটিতে ইউরিয়া পরিমাণ আস্তে আস্তে কমিয়ে আমাদের মিরাক্কেল ন্যানো গ্রোথ ব্যবহার করে তাহলে মাটির পূর্বরতা বাড়বে ফলে কৃষক ভালো ফসল উৎপাদন করতে সক্ষম হবে এতে কৃষক এবং দেশের মানুষ উপকৃত হবে।এই সময় তিনি উপস্থিত সকল কৃষকদেরকে ৫০ কেজি ইউরিয়ার বিকল্পে প্রত্যেককে লুমিনাস গ্রুপের ৫০০ এমএল মিরাক্কেল ন্যানো গ্রোথ উপহার হিসেবে প্রদান করেন।