গত ১৯ জুলাই ২০২৫ শনিবার দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) নতুন কমিটির সভাপতি হয়েছেন ড. নাজমুল করিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল আলম।
গত ১২ জুলাই রমনা চাইনিজ রেস্তোরাঁয় দলের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দেড় শতাধিক কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন। সেখানে কণ্ঠভোটে দলের সভাপতি নির্বাচিত হন ড. নাজমুল করিম ও সাধারণ সম্পাদক হন নাজমুল আলম। একইসঙ্গে আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে ৫৭০ জনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
দলের নতুন সভাপতি ড. নাজমুল করিম জানান, ২০২৪ সালের ১৯ জুলাই বাংলাদেশ সংস্কারবাদী গঠন করা হয়। ওই বছরের ১৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সংস্কারবাদী পার্টির আহ্বায়ক ছিলেন সোহেল রানা, সদস্য সচিব ছিলেন তোহিদুল ইসলাম।
নতুন কমিটি হওয়ার ফলে আগের আহ্বায়ক কমিটির কার্যকারিতা নেই বলে জানান বর্তমান সভাপতি ড. নাজমুল করিম। তিনি বলেন, “আহ্বায়ক কমিটির সভাপতি সোহেল রানা দায়িত্বহীন। তিনি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এ ছাড়া সদস্য সচিব তোহিদুল ইসলাম গণহত্যার আসামি। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি এবং কিছু রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ রয়েছে। মামলা হওয়ার কারণে সোহেল রানা ও তোহিদুল ইসলাম আত্মগোপনে রয়েছে। এই কারণে দলের জরুরি সভার মাধ্যমে সোহেল রানা ও তোহিদুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”
ড. নাজমুল করিম বলেন, “এই কমিটি দেশের সংকট মোকাবিলায় একটি বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলবে।”
নতুন সাধারণ সম্পাদক নাজমুল আলম দেশকাল নিউজকে বলেন, “এখন থেকে বাংলাদেশ সংস্কারবাদী নতুন নেতৃত্বে পরিচালিত হবে। আমাদের লক্ষ্য হলো দলকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
“রাষ্ট্র সংস্কার ও তা বাস্তবায়নের দাবিতে সংস্কারবাদী পার্টি রাজপথে লড়াই চালিয়ে যাবে” বলেও জানান নতুন সাধারণ সম্পাদক নাজমুল আলম।
১৯ জুলাই বাংলাদেশ সংস্কারবাদী পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। পার্টির বর্ষপূতিতে জাতীয় প্রেস ক্লাবে এদিন দলটির অনুষ্ঠান ছিল। কিন্তু জামায়াতে ইসলামীর সমাবেশের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানান বিআরপির নতুন সাধারণ সম্পাদক।