স্টাফ রিপোর্টার, ছাগলনাইয়া : ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুরস্হ কুয়েত পল্লী সংলগ্ন সরকারী জায়গা জবরদখল করার অভিযোগ উঠেছে স্হানীয় বিএনপি নেতা কামাল উদ্দিনের বিরুদ্ধে। কামাল একই সাকিনের মৃত সুলতান আহমদ কন্ট্রাকটারের ছেলে। কামাল ধুরন্ধর ও সন্ত্রাসী প্রকৃতির লোক। কামাল সরকারী জায়গার লেক ভরাট করে তার মালিকানায় ব্রিক ফিল্ড দিয়ে ব্যবসা শুরু করে। আশপাশের কৃষি জমির মাটি রাতের আধারে কেটে ব্রিক ফিল্ডে রেখে, সেই চোরাই মাটি দিয়ে ইট তৈরী করে বিক্রি করে। কেউ আপত্তি করলে তার সসন্ত্রাসী বাহীনি দিয়ে ভয় ভীতি দেখায় শাসায়।
খোলামেলা জায়গায় ব্রিক ফিল্ড দেয়ায় কুয়েত পল্লীর ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা বন্ধ হয়েছে। ফলে তারা অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে। তাদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে! সরকারী জায়গায় সে মসজিদও তৈরী করেছে। এসব বিষয়ে কুয়েত পল্লীর বাসিন্দারা প্রতিবাদ করলে কামাল সন্ত্রাসী বাহীনি লেলিয়ে দেয়। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।তার বিরুদ্ধে এলাকার মহিলা -পুরুষ মিলে একাধিকবার মানববন্ধন ও করেছে। বিষয়টি তদন্ত পূর্বক সরকারী জায়গা উদ্ধারে, উচ্ছেদ অভিযান চালানো সময়ের দাবী। বিষয়টিতে এলাকা বাসীর জোরালো সমর্থন রয়েছে।