গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ কাজিবাড়ী সন্ধেলা গ্রামে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মো. আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম। ১৫ জুলাই মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়।
আটক আব্দুর রাজ্জাক শেখ দক্ষিণ কাজিবাড়ী সন্ধেলা গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে। তার বাড়ির শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি স্বচ্ছ পলিপ্যাকে পাওয়া যায় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ২২ গ্রাম। একইসাথে উদ্ধার করা হয় ইয়াবা বিক্রির নগদ ১,২০০ টাকা। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৬৭,২০০ টাকা বলে জানা গেছে।
অভিযানে অংশ নেয় উপ-পরিদর্শক মো. আবুল কাশেমসহ আরও ৫ জন সিপাহী এবং একজন গাড়িচালক। তল্লাশি কার্যক্রমে স্থানীয় দুইজন স্বাক্ষীকেও সঙ্গে রাখা হয়।
অভিযানের সময়ই ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় আব্দুর রাজ্জাক শেখকে। উদ্ধারকৃত ইয়াবা থেকে ২টি নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাজ্জাকের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে, যা ৩১ মে ২০২৪ সালে সাদুল্লাপুর থানায় দায়ের হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের দায়িত্বে থাকবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, গাইবান্ধা।
০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি :
সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Tag :
জনপ্রিয়