পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন নদীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডারের লিংকেজ থেকে আগুন লেগে ৫ জন জেলে দগ্ধ হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
১১জুলাই, শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দা আবু সাইদ চৌধুরী জানান, জুম’আ নামাজের পর চিৎকার শুনে তিনি ছুটে যান এবং আহতদেরকে সম্মিলিতভাবে উদ্ধার করে।
তিনি আরো জানান, ট্রলারে দুপুরের খাবার রান্না চলছিল। সিলিন্ডার ও চুলার সংযোগ পাইপের লিংকেজ থেকে গ্যাস বের হয়ে ট্রলারের ছাউনির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে সবাই দগ্ধ হয়।
৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মিরাজ জানান, তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং দুইজনকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দগ্ধরা হলেন, পানপট্টি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা জিহাদ মিয়া (১৮) পিতা. খোরশেদ, জিহাদ (১৯) নিজাম চৌকিদার, শাকিল (১৭) পিতা. রিপন এবং পানপট্টি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা রাকিব (২৭) পিতা. শাহজাহান, নবীন (২৫) পিতা. সোহরাব মোল্লা। এদের মধ্যে জিহাদ মিয়া ও জিহাদ এর অবস্থা আশঙ্কাজনক।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমি তাদের খোঁজ রাখছি। যারা আহত হয়েছেন তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা করা হবে।’