০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধি :

প্রবাসীর বাড়ির উঠানে গরুঘর

  • প্রকাশিত ০১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪১৯ বার দেখা হয়েছে

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পশ্চিম কাকৈরে, ৬নং ওয়ার্ড, ইউপি- শিরুয়াইল, থানা: শিবচর, জেলা: মাদারীপুরে এই ঘটনা ঘটে।

গত ৩/৭/২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৬,৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর মা, মোসাম্মৎ রিজিয়া বেগম (৭০)
স্বামী এসকান মোল্লা,, অনুসন্ধানী প্রতিবেদক→ কে বলে, জোরপূর্বক আমার বাড়ির উঠানের মাঝখানে ।
গরুঘর বানায়, প্রতিবাদ করতে গেলে, অলিল মোল্যা (২৮) পিতা-ফজেল মোল্যা। ফজেল মোল্যা (৬৫), পিতা-আমজেদ মোল্যারা সপরিবারে আমাকে রামদা ও কাঁচি নিয়া কোপাইতে আসে। খবর পেয়ে
আমার ছোট ছেলে গ্রীস প্রবাসী, মোঃ আলী আজগর মোল্লা ও আমার বড় মেয়ে জামাই আব্দুল শরিফ আসে
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে।
দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে রাখার জন্য, এলাকার মুরুব্বীরা বসে শালিসি করে, মোঃ নোয়াব মোল্লা, ইলিয়াস মাতুব্বর, রকন মোল্লা, জুবায়ের মাতুব্বর, সাহালম মোল্লা, বিপ্লব হাওলাদার, সায়মন ইসলাম,
ফারুক মাতুব্বর।

আমাদের বসত বাড়ী সংলগ্ন আমাদের ৫২ শতক জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলিতেছে মামলা নং ২৮২/২৪। ১৩৩/২৪।
এমতবস্থায় আমাদের খেতি জমিতে যাইতে দিচ্ছে না।
আমরা জমিতে যাইতে গেলে তাঁরা সপরিবারে আমাদের মারপিট করিতে আসে।

গ্রীস প্রবাসী, মোঃ আলী আজগর মোল্যা অনুসন্ধানী প্রতিবেদক বলে, আমরা চার ভাই গ্রীস প্রবাসী আমার
বৃদ্ধ ৭০ বয়েসী মাকে, গত-১৮/০৪/২০২৫ তারিখে বিকাল অনুমান ৫.৩০ ঘটিকার সময়,
আমার মা রিজিয়া বেগমকে, খুন কারার উদ্দেশ্য রামদা দিয়ে মাথায় কোপ দেয়। খবর পেয়ে
আমার বড় বোন জামাই আব্দুল শরিফ ও
বোন জাহানারা বেগম, হালিমা বেগম, রহিমন বেগমরা আমার মা কে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করে। ঐ দিন আমার মেজো বোন হালিমা বাদী হয়ে শিবচর থানায় অভিযোগ দায়ের করে।

Tag :
জনপ্রিয়

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি :

প্রবাসীর বাড়ির উঠানে গরুঘর

প্রকাশিত ০১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পশ্চিম কাকৈরে, ৬নং ওয়ার্ড, ইউপি- শিরুয়াইল, থানা: শিবচর, জেলা: মাদারীপুরে এই ঘটনা ঘটে।

গত ৩/৭/২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৬,৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর মা, মোসাম্মৎ রিজিয়া বেগম (৭০)
স্বামী এসকান মোল্লা,, অনুসন্ধানী প্রতিবেদক→ কে বলে, জোরপূর্বক আমার বাড়ির উঠানের মাঝখানে ।
গরুঘর বানায়, প্রতিবাদ করতে গেলে, অলিল মোল্যা (২৮) পিতা-ফজেল মোল্যা। ফজেল মোল্যা (৬৫), পিতা-আমজেদ মোল্যারা সপরিবারে আমাকে রামদা ও কাঁচি নিয়া কোপাইতে আসে। খবর পেয়ে
আমার ছোট ছেলে গ্রীস প্রবাসী, মোঃ আলী আজগর মোল্লা ও আমার বড় মেয়ে জামাই আব্দুল শরিফ আসে
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে।
দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে রাখার জন্য, এলাকার মুরুব্বীরা বসে শালিসি করে, মোঃ নোয়াব মোল্লা, ইলিয়াস মাতুব্বর, রকন মোল্লা, জুবায়ের মাতুব্বর, সাহালম মোল্লা, বিপ্লব হাওলাদার, সায়মন ইসলাম,
ফারুক মাতুব্বর।

আমাদের বসত বাড়ী সংলগ্ন আমাদের ৫২ শতক জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলিতেছে মামলা নং ২৮২/২৪। ১৩৩/২৪।
এমতবস্থায় আমাদের খেতি জমিতে যাইতে দিচ্ছে না।
আমরা জমিতে যাইতে গেলে তাঁরা সপরিবারে আমাদের মারপিট করিতে আসে।

গ্রীস প্রবাসী, মোঃ আলী আজগর মোল্যা অনুসন্ধানী প্রতিবেদক বলে, আমরা চার ভাই গ্রীস প্রবাসী আমার
বৃদ্ধ ৭০ বয়েসী মাকে, গত-১৮/০৪/২০২৫ তারিখে বিকাল অনুমান ৫.৩০ ঘটিকার সময়,
আমার মা রিজিয়া বেগমকে, খুন কারার উদ্দেশ্য রামদা দিয়ে মাথায় কোপ দেয়। খবর পেয়ে
আমার বড় বোন জামাই আব্দুল শরিফ ও
বোন জাহানারা বেগম, হালিমা বেগম, রহিমন বেগমরা আমার মা কে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করে। ঐ দিন আমার মেজো বোন হালিমা বাদী হয়ে শিবচর থানায় অভিযোগ দায়ের করে।