কুমিল্লা_তিতাস উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের বুধবার (২ জুলাই) রাতের আঁধারে রুবি বেগমের সাথে প’র’কী”য়া করতে গিয়ে গ্রামবাসীর হাতেনাতে ধরা পরলেন একই গ্রামের প্রবাসী শাহআলম।
পরে গ্রামবাসী, ছাত্র-জনতাকে খবর দিলে ছাত্র-জনতা গ্রামবাসীর মতামতের ভিত্তিতে এবং সকলের উপস্থিতিতে কাজী ও হুজুর ডেকে উভয়কে বিয়ে দেন। প্রবাসী শাহআলম তিতাস উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হোসেন মিয়ার ছেলে।