১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোলায়মান মৃধা দোহার প্রতিনিধি :

দোহারে এক রাতে ২ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি করে চলে যায়

  • প্রকাশিত ০৭:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

ঢাকা জেলা দোহার উপজেলার নিকড়া বাগান বাড়ি এলাকায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে ২:৫০ মি: এই ঘটনা ঘটে।ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান রাত আনুমানিক ২:৫০ দিকে ২০ থেকে ২৫ জনের ১টি ডাকাতদল প্রথমে মোজাহার শরিফের বিল্ডিংএ প্রবেশ করেন। একই ইউনিটে থাকা আজাহার শরিফের গরের প্রধান ফটক ভেঙে অস্ত্রর মুখে জিম্মি করে ৭ ভুরি স্বর্ণ ও১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের আরো এক ভাই হুমায়ূন শরিফের বাড়ি প্রবেশ করে প্রাই ৫ ভুরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। এই সময় এক বৃদ্ধাকে আহত করে ডাকাত দল। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান ডাকাতির ঘটনায় প্রাই ২৫ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে রাতে ঘটনা স্থানপরিদর্শণ করেন দোহার থানা পুলিশ। এ বিষয়ে দোহার থানার ওসি হাসান আলি ইসলাম জানান খবর পেয়ে ঘটনা স্হান পরিদর্শন করছেন দোহার থানার পুলিশের ১ টি দল। এ ঘটনায় মামলা প্রকৃয়াধিন রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন ডাকাতি এরাতে পুলিশের তহল অব্যহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

সোলায়মান মৃধা দোহার প্রতিনিধি :

দোহারে এক রাতে ২ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি করে চলে যায়

প্রকাশিত ০৭:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ঢাকা জেলা দোহার উপজেলার নিকড়া বাগান বাড়ি এলাকায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে ২:৫০ মি: এই ঘটনা ঘটে।ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান রাত আনুমানিক ২:৫০ দিকে ২০ থেকে ২৫ জনের ১টি ডাকাতদল প্রথমে মোজাহার শরিফের বিল্ডিংএ প্রবেশ করেন। একই ইউনিটে থাকা আজাহার শরিফের গরের প্রধান ফটক ভেঙে অস্ত্রর মুখে জিম্মি করে ৭ ভুরি স্বর্ণ ও১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের আরো এক ভাই হুমায়ূন শরিফের বাড়ি প্রবেশ করে প্রাই ৫ ভুরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। এই সময় এক বৃদ্ধাকে আহত করে ডাকাত দল। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান ডাকাতির ঘটনায় প্রাই ২৫ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে রাতে ঘটনা স্থানপরিদর্শণ করেন দোহার থানা পুলিশ। এ বিষয়ে দোহার থানার ওসি হাসান আলি ইসলাম জানান খবর পেয়ে ঘটনা স্হান পরিদর্শন করছেন দোহার থানার পুলিশের ১ টি দল। এ ঘটনায় মামলা প্রকৃয়াধিন রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন ডাকাতি এরাতে পুলিশের তহল অব্যহত রয়েছে।