ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতির রূপালি সুপার সার্ভিসের একটি বাসের ধাক্কায় আবুল হাসেম ভুঁইয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) দুপুরে মহাসড়কের হাড়িখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবুল হাসেম ভুঁইয়া দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেম ভুঁইয়া বাড়ি থেকে রওয়ানা হয়ে মাধাইয়া বাজারে যাওয়ার উদ্দেশে হাড়িখোলা মাজার এলাকায় এসে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লামুখী রূপালী সুপার সার্ভিস নামে এক বাসের ধাক্কায় গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেওয়া হয়েছে।