০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমে টানে বাড়ি ছাড়লেন টিকটকার শাপলা রানী

  • প্রকাশিত ০৩:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

আব্দুল আলিম গাজী থেকে : খুলনার কয়রা উপজেলার টিকটক কাঁপানো শাপলা এবার প্রেমের ডাকে ঘর ছাড়লেন। রোববার (২৯ জুন) সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান তিনি। শাপলার প্রেমিক শাহআলম হোসেন শান্ত (১৫) কয়রা সদর ইউনিয়নের ১নং কয়রা দেওলিয়া বাজার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকার শাপলা রানী, যার প্রকৃত নাম শারমিন রহমান শাপলা, তিন বোনের মধ্যে কনিষ্ঠ। কিন্তু শুধু তিনিই নন—তার দুই বড় বোনের জীবনেও রয়েছে প্রেমের ড্রামা।

বড় বোন মাহফুজা রহমান সম্পা (২৭) প্রথমে মহাসিন নামে এক যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে যান এবং বিয়ে করেন। কিছুদিন পর সেই স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা, স্বর্ণালঙ্কার ও ঘরের আসবাবপত্র নিয়ে ডিভোর্স দেন। পরবর্তীতে সেনাবাহিনীর সৈনিক সোহানুর রহমান টুকুর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান তিনি।মেঝো বোন শামিমা রহমান শিউলী রংপুরের এক যুবকের সঙ্গে প্রেম করে ঘর বাঁধেন।

সবশেষে, আলোচনার কেন্দ্রবিন্দু ছোট বোন শাপলা রানী—টিকটক জগতে যিনি বেশ জনপ্রিয়। এর আগেও একই গ্রামের তৌহিদুল ইসলাম ডালিম নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যদিও সে সম্পর্ক বেশি দিন যায়নি বলে জানান স্থানীয়রা।

তবে মাস চারেক আগে থেকেই শাপলা ও শাহআলমের প্রেম নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। এমনকি তাদের বিয়ে নিয়েও আলোচনা ওঠে। যদিও বিষয়টি সময়ের সাথে চাপা পড়ে যায়, কিন্তু হঠাৎ করেই পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আবারো আলোচনায় আসেন টিকটকার শাপলা রানী।

বড় বোন মাহফুজা রহমান সম্পা বলেন, “শাহআলম একজন বেকার ছেলে।তার কোনো কাজ নেই, বাবার হোটেলে খায়। সে কৌশলে আমার ছোট বোনকে প্রেমের ফাঁদে ফেলেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি – আমার বোনকে ফিরে পেতে চাই। ”

শাপলার বাবা হাফিজুর রহমান মেয়ের গৃহত্যাগে মানসিকভাবে ভেঙে পড়েছেন। মেয়েকে ফিরে পেতে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান বড় বোন সম্পা।

এ বিষয়ে কয়রা থানার ডিউটি অফিসার জানান, আমরা বিষয়টি জেনেছি। প্রেমিক শাহআলমের সঙ্গে শাপলা বাড়ি থেকে পালিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
জনপ্রিয়

দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মঞ্জুর হোসেন ঈসা

প্রেমে টানে বাড়ি ছাড়লেন টিকটকার শাপলা রানী

প্রকাশিত ০৩:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

আব্দুল আলিম গাজী থেকে : খুলনার কয়রা উপজেলার টিকটক কাঁপানো শাপলা এবার প্রেমের ডাকে ঘর ছাড়লেন। রোববার (২৯ জুন) সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান তিনি। শাপলার প্রেমিক শাহআলম হোসেন শান্ত (১৫) কয়রা সদর ইউনিয়নের ১নং কয়রা দেওলিয়া বাজার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকার শাপলা রানী, যার প্রকৃত নাম শারমিন রহমান শাপলা, তিন বোনের মধ্যে কনিষ্ঠ। কিন্তু শুধু তিনিই নন—তার দুই বড় বোনের জীবনেও রয়েছে প্রেমের ড্রামা।

বড় বোন মাহফুজা রহমান সম্পা (২৭) প্রথমে মহাসিন নামে এক যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে যান এবং বিয়ে করেন। কিছুদিন পর সেই স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা, স্বর্ণালঙ্কার ও ঘরের আসবাবপত্র নিয়ে ডিভোর্স দেন। পরবর্তীতে সেনাবাহিনীর সৈনিক সোহানুর রহমান টুকুর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান তিনি।মেঝো বোন শামিমা রহমান শিউলী রংপুরের এক যুবকের সঙ্গে প্রেম করে ঘর বাঁধেন।

সবশেষে, আলোচনার কেন্দ্রবিন্দু ছোট বোন শাপলা রানী—টিকটক জগতে যিনি বেশ জনপ্রিয়। এর আগেও একই গ্রামের তৌহিদুল ইসলাম ডালিম নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যদিও সে সম্পর্ক বেশি দিন যায়নি বলে জানান স্থানীয়রা।

তবে মাস চারেক আগে থেকেই শাপলা ও শাহআলমের প্রেম নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। এমনকি তাদের বিয়ে নিয়েও আলোচনা ওঠে। যদিও বিষয়টি সময়ের সাথে চাপা পড়ে যায়, কিন্তু হঠাৎ করেই পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আবারো আলোচনায় আসেন টিকটকার শাপলা রানী।

বড় বোন মাহফুজা রহমান সম্পা বলেন, “শাহআলম একজন বেকার ছেলে।তার কোনো কাজ নেই, বাবার হোটেলে খায়। সে কৌশলে আমার ছোট বোনকে প্রেমের ফাঁদে ফেলেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি – আমার বোনকে ফিরে পেতে চাই। ”

শাপলার বাবা হাফিজুর রহমান মেয়ের গৃহত্যাগে মানসিকভাবে ভেঙে পড়েছেন। মেয়েকে ফিরে পেতে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান বড় বোন সম্পা।

এ বিষয়ে কয়রা থানার ডিউটি অফিসার জানান, আমরা বিষয়টি জেনেছি। প্রেমিক শাহআলমের সঙ্গে শাপলা বাড়ি থেকে পালিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”