ইউসুফ ভূঁইয়া বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন সম্মেলন শনিবার বিকালে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাস্টার সায়েদুল হকের সভাপতিত্বে ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা-১০ সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।
বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি ইন্জি: সায়মন ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন,
কুমিল্লা দক্ষিণ জেলা শূরা সদস্য এডভোকেট এ.জে এম ছালেহ উদ্দিন খন্দকার, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, ঢাকা দারুসসালাম থানা আমির হেকিম আব্দুল মান্নান,উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির অর্থ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া আজাদ, ইসলামী ছাত্রশিবির সাবেক ফাউন্ডেশন সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা তোফাজ্জল হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সভাপতি আবুল খায়ের, নাঙ্গলকোট উপজেলা সদর ছাত্রশিবির সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী সহ-সভাপতি সামছু উদ্দিন, সহকারী সেক্রেটারি মেজবাহুল ইসলাম নয়ন,বাইতুলমাল সম্পাদক মহিন উদ্দিন সোহাগ, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি খোরশেদ আলম হৃদয়, জুলাই বিপ্লবে আহত যোদ্ধা মোশারফ হোসেন, জামায়াত নেতা ইতালি প্রবাসী নেছার উদ্দিন, বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারি মোশারফ হোসেন খোকন,নাঙ্গলকোট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, ইউনিয়ন সমাজ সেবা বিভাগ সভাপতি করিম উল্লাহ ভেন্ডার,
আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন,
যুব বিভাগ সভাপতি নাসির উদ্দিন লিটন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু সুফিয়ান কিরন,৩নং ওয়ার্ড সভাপতি গাজীউল হক, বক্সগঞ্জ ওলামা মাশায়েখ বিভাগ সভাপতি কাজি সাহেদ মোহাম্মদ শাকের, জামায়াত নেতা মাওলানা সানা উল্লাহ, ৪নং ওয়ার্ড সভাপতি ডা.কামাল উদ্দিন, জামায়াত নেতা বর্তমান মেম্বার আফজাল হোসাইন, জালাল উদ্দিন মেম্বার, ইলিয়াছ হোসাইন, হারুনুর রশিদ মেম্বার, শাহ আলম, ২নং ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুর রহমান শাকিল,৯নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, ১নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম,৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা,৫নং ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুল্লাহ মহসিন,৭নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা শেখ ফরিদ প্রমুখ।













