১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় জেলের জালে ২১ কেজির কাতল

  • প্রকাশিত ০৬:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

ডেইলি স্বদেশবিচিত্রা প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটি পাইকারি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে ৩৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জাল ফেলে মাছটি শিকার করেন জেলে রবিন হালদার।

সকালে মাছটি তিনি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮শ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় মাছটি কিনে নেন ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

সে সময় বিশাল আকৃতির কাতল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

এ ব্যাপারে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনলাইনে যোগাযোগ করে মাছটি তিনি কেজি প্রতি ৫০ টাকা লাভে ৩৯ হাজার ৯৬০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন।

তিনি আরও বলেন, নদীতে এখন জোয়ার থাকায় মাঝে মধ্যেই বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্ম নদীর বড় বড় কাতল, রুই, ইলিশ, পাঙ্গাশ, বাঘাইর মাছের চাহিদা অনেক বেশি। এ ধরনের বড় মাছ পেলে বিক্রি করতে তাদের তেমন কোনো বেগ পেতে হয় না। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। পছন্দ হলেই সৌখিন ক্রেতারা তা কিনে নেন। তবে অধিকাংশ ক্রেতাই বাইরের। বিশেষ ব্যবস্থায় তাদের কাছে আমরা নিয়মিত মাছ পাঠিয়ে থাকি।
ডেইলি স্বদেশবিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

বাহারছড়ায় ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস অনুষ্ঠিত

পদ্মায় জেলের জালে ২১ কেজির কাতল

প্রকাশিত ০৬:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ডেইলি স্বদেশবিচিত্রা প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটি পাইকারি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে ৩৯ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছেন স্থানীয় এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জাল ফেলে মাছটি শিকার করেন জেলে রবিন হালদার।

সকালে মাছটি তিনি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮শ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় মাছটি কিনে নেন ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

সে সময় বিশাল আকৃতির কাতল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

এ ব্যাপারে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনলাইনে যোগাযোগ করে মাছটি তিনি কেজি প্রতি ৫০ টাকা লাভে ৩৯ হাজার ৯৬০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন।

তিনি আরও বলেন, নদীতে এখন জোয়ার থাকায় মাঝে মধ্যেই বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্ম নদীর বড় বড় কাতল, রুই, ইলিশ, পাঙ্গাশ, বাঘাইর মাছের চাহিদা অনেক বেশি। এ ধরনের বড় মাছ পেলে বিক্রি করতে তাদের তেমন কোনো বেগ পেতে হয় না। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। পছন্দ হলেই সৌখিন ক্রেতারা তা কিনে নেন। তবে অধিকাংশ ক্রেতাই বাইরের। বিশেষ ব্যবস্থায় তাদের কাছে আমরা নিয়মিত মাছ পাঠিয়ে থাকি।
ডেইলি স্বদেশবিচিত্রা/এআর