শরীয়তপুর নড়িয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১৬জুন ২০২৫ সোমবার সকাল দশটায় নড়িয়া উপজেলা চত্বরে নিবন্ধনকৃত দরিদ্র মৎস্যজীবী ১০ পরিবারের মাঝে চল্লিশ টি দেশি প্রজাতির ছাগল বিতরণ করা হয়।
২০২৪-২০২৫ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধনকৃত হতদরিদ্র জেলেদের মাঝে ২য় ধাপে ছাগল বিতরন করা হয়। ছাগল বিতরণ করেন
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন মৃধা। ২টি গ্রুপে মোট ১০জন নিবন্ধনকৃত মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। নিবন্ধনকৃত এলাকা নড়িয়া পৌরসভা ও ঘড়িসার ইউনিয়ন।
প্রতি সুফলভোগিকে ৪ টি করে মোট ৪০ টি ছাগল, খাদ্য ও ঔষধ দেওয়া হয়। ছাগল প্রেম মৎস্যজীবীরা খুবই আনন্দিত সুবিধাভোগী মৎস্যজীবীরা বলেন এ ছাগল প্রতি বছরের দুইবার বাচ্চা দেয় এতে তারা খুবই লাভবান হয় পরিবার নিয়ে এ ছাগল লালন পালন করে তাদের জীবিকা ভালোভাবে নির্বাহ করার কথা বলেন এবং মৎস্য দপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।