০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধিঃ

বন্যায় আক্রান্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএস বরাদ্দ বাড়ানো হবে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা

  • প্রকাশিত ০২:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা জানান, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা এবং কালিয়াজুড়ির রেকর্ড রুমে জমে থাকা পানির সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। খাদ্য গুদাম ও রেকর্ড রুমের ভবনগুলো ঠিক রাখার জন্য সরকার সচেষ্ট। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কাজ করবে।
বৈঠকে জেলা প্রশাসক আমিরুল কায়সার ও অন্যান্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নে সরকার কর্তৃক গরীব অসহায়দের মাঝে রেশন কার্ডের চাল বিতরন

বিশেষ প্রতিনিধিঃ

বন্যায় আক্রান্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএস বরাদ্দ বাড়ানো হবে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা

প্রকাশিত ০২:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার খাদ্য ঘাটতি পূরণে ওএমএসের বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা জানান, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা এবং কালিয়াজুড়ির রেকর্ড রুমে জমে থাকা পানির সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। খাদ্য গুদাম ও রেকর্ড রুমের ভবনগুলো ঠিক রাখার জন্য সরকার সচেষ্ট। সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কাজ করবে।
বৈঠকে জেলা প্রশাসক আমিরুল কায়সার ও অন্যান্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।