০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ হজের খুতবা দেবেন শেখ সালেহ বিন হুমাইদ

  • প্রকাশিত ০২:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

দৈনিক স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : ১৪৪৬ হিজরির হজ উপলক্ষে আজ (৫ জুন) পবিত্র আরাফার ময়দানে খুতবা দেবেন মসজিদ আল হারামের সম্মানিত ইমাম ও খতিব, সৌদি আরবের শুরা পরিষদের সদস্য, শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হামিদ।

এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

ঘোষণায় বলা হয়েছে, এ বছর আরাফার দিনে হজের খুতবার দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আলেম ও বহুগ্রন্থ প্রণেতা শায়খ সালেহ। তিনি আগেও একাধিকবার হজের খুতবা প্রদান করেছেন এবং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর কাছে তিনি সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

আরাফার ময়দানে দেওয়া তার খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি কর্তৃপক্ষ।

শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, যিনি একাধারে বিচারক, শিক্ষাবিদ, ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। প্রতি বছর লাখ লাখ হাজি ও কোটি কোটি মুসলমান অনলাইনে সরাসরি শুনে থাকেন তার খুতবা।

সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরা (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) এর সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার। তিনি বর্তমানে মক্কার মসজিদ আল-হারামের ইমাম। একইসঙ্গে তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য, জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি।
দৈনিক স্বদেশবিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

মাদ্রাসায় পড়ুয়া শিশুকে অপহরণের পরে হত্যা, রায়ে আসামীর ফাঁসি:

আজ হজের খুতবা দেবেন শেখ সালেহ বিন হুমাইদ

প্রকাশিত ০২:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

দৈনিক স্বদেশবিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : ১৪৪৬ হিজরির হজ উপলক্ষে আজ (৫ জুন) পবিত্র আরাফার ময়দানে খুতবা দেবেন মসজিদ আল হারামের সম্মানিত ইমাম ও খতিব, সৌদি আরবের শুরা পরিষদের সদস্য, শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হামিদ।

এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

ঘোষণায় বলা হয়েছে, এ বছর আরাফার দিনে হজের খুতবার দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আলেম ও বহুগ্রন্থ প্রণেতা শায়খ সালেহ। তিনি আগেও একাধিকবার হজের খুতবা প্রদান করেছেন এবং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর কাছে তিনি সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

আরাফার ময়দানে দেওয়া তার খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি কর্তৃপক্ষ।

শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, যিনি একাধারে বিচারক, শিক্ষাবিদ, ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। প্রতি বছর লাখ লাখ হাজি ও কোটি কোটি মুসলমান অনলাইনে সরাসরি শুনে থাকেন তার খুতবা।

সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরা (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) এর সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার। তিনি বর্তমানে মক্কার মসজিদ আল-হারামের ইমাম। একইসঙ্গে তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য, জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি।
দৈনিক স্বদেশবিচিত্রা/এআর