১১:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে

  • প্রকাশিত ০৩:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

প্রকাশ ঘোষ বিধান ( পাইকগাছা) খুলনাঃ পাইকগাছায় কোরবানীর পশুর হাট জমে উঠছে। হাটে প্রচুর পরিমাণ কোরবানীর পশুর উঠেছে। কোরবানীর পশুর হাটে ক্রেতার উপছে পড়া ভীড় পড়েছে। উপজেলার গদাইপুর, চাঁদখালী, কাশিমনগর ও রাড়ুলীর শ্রীকন্ঠপুর ঈদগাহ মাঠে কোরবানীর পশুর হাট বসেছে। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই হাট বসবে।

উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর পশুর হাট জমে উঠছে। প্রচন্ড গরমের মধ্যে ক্রেত-বিক্রেতার ভীড়ে সবাই অতিষ্ঠ হয়ে পড়ছে। পর্যাপ্ত গরু ছাগল উঠলেও ক্রেতা সংকটের কারণে গরুর মালিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ক্রেতা সংকটের কারণে খামার মালিক ও বিক্রেতাদের আশা পূরণ হচ্ছে না। এতে করে গরুর যে দাম উঠেছে তাতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিক্রেতারা। আর বিক্রি না হলে পালতে গেলে আরোও খরচ হবে। এদিকে ক্রেতারা সময় নিয়ে দেখে বুঝে গরু কিনছে। বাজারে প্রচুর পরিমাণে গরু-ছাগল উঠলেও আশানারুপ দামে বিক্রি হচ্ছে না এমনটি জানান বিক্রেতারা।

গদাইপুর কোরবানীর পশুর হাটে ছোট-বড়, মাঝারি সাইজের গরু হাটে উঠেছে। এ বছর গরু-ছাগরের দাম বেশী বলছেন ক্রেতারা। তবে দাম নিয়ে খুঁশি না কোন পক্ষই। খামার মালিক ও বিক্রেতারা বলছেন, বর্তমানে গো-খাদের দাম বৃদ্ধি পাওয়ায় তাদেরকে বেশী দামে গরু বিক্রি করতে হচ্ছে। তবে গৃহস্থদের পালা দেশী জাতের গরু ক্রেতা ও ব্যাপারীদের কাছে চাহিদা বেশি। যাহা স্থানীয় হাটগুলোতে টাইট গরু হিসাবে পরিচিত। বড় সাইজের গরুর চাহিদাও রয়েছে বিক্রিও হচ্ছে ভালো দামে।

Tag :
জনপ্রিয়

ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সভাপতি ড. মাহবুব, মহাসচিব ড. হানিফ খান

পাইকগাছায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে

প্রকাশিত ০৩:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

প্রকাশ ঘোষ বিধান ( পাইকগাছা) খুলনাঃ পাইকগাছায় কোরবানীর পশুর হাট জমে উঠছে। হাটে প্রচুর পরিমাণ কোরবানীর পশুর উঠেছে। কোরবানীর পশুর হাটে ক্রেতার উপছে পড়া ভীড় পড়েছে। উপজেলার গদাইপুর, চাঁদখালী, কাশিমনগর ও রাড়ুলীর শ্রীকন্ঠপুর ঈদগাহ মাঠে কোরবানীর পশুর হাট বসেছে। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই হাট বসবে।

উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর পশুর হাট জমে উঠছে। প্রচন্ড গরমের মধ্যে ক্রেত-বিক্রেতার ভীড়ে সবাই অতিষ্ঠ হয়ে পড়ছে। পর্যাপ্ত গরু ছাগল উঠলেও ক্রেতা সংকটের কারণে গরুর মালিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ক্রেতা সংকটের কারণে খামার মালিক ও বিক্রেতাদের আশা পূরণ হচ্ছে না। এতে করে গরুর যে দাম উঠেছে তাতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিক্রেতারা। আর বিক্রি না হলে পালতে গেলে আরোও খরচ হবে। এদিকে ক্রেতারা সময় নিয়ে দেখে বুঝে গরু কিনছে। বাজারে প্রচুর পরিমাণে গরু-ছাগল উঠলেও আশানারুপ দামে বিক্রি হচ্ছে না এমনটি জানান বিক্রেতারা।

গদাইপুর কোরবানীর পশুর হাটে ছোট-বড়, মাঝারি সাইজের গরু হাটে উঠেছে। এ বছর গরু-ছাগরের দাম বেশী বলছেন ক্রেতারা। তবে দাম নিয়ে খুঁশি না কোন পক্ষই। খামার মালিক ও বিক্রেতারা বলছেন, বর্তমানে গো-খাদের দাম বৃদ্ধি পাওয়ায় তাদেরকে বেশী দামে গরু বিক্রি করতে হচ্ছে। তবে গৃহস্থদের পালা দেশী জাতের গরু ক্রেতা ও ব্যাপারীদের কাছে চাহিদা বেশি। যাহা স্থানীয় হাটগুলোতে টাইট গরু হিসাবে পরিচিত। বড় সাইজের গরুর চাহিদাও রয়েছে বিক্রিও হচ্ছে ভালো দামে।