০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসার উজান গাঙে—-কবি মৌসুমী মৌ

  • প্রকাশিত ০৯:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

ভালোবাসার উজান গাঙে
রিপতি বিশ্বাস সবুজ

কখনো ভালোবাসার বিরাণ মাঠ পুড়ে চৌচির হয়! ইটের ভাটার দাবদাহে পুড়ে অভিমানী বাসন্তী যৌবন।
কখনোবা টিয়েরঙা লাজবতী প্রেম- অরোধ্য বাসনায় আছড়ে পড়ে ‘ ভালোবাসার উজান গাঙে’।
ঔপন্যাসিক- গল্পকার ‘রিপতি বিশ্বাস সবুজ’ তাঁর অণুগল্পের দর্শনে চলমান জীবনের নিগূঢ় নিঃস্বার্থ প্রেম- প্রকৃতি, সংসার, উথান- পতন, রাষ্ট্র – সমাজ- ধর্ম – জাত- পাতের স্থিতি- অস্থিতি, সমতা- অসমতার সংস্কার, লৌকিক – অলৌকিক, ভাববাদ ও বস্তুবাদের সংমিশ্রন ঘটিয়ে সুন্দর- সভ্য মানবতাবাদের এক নান্দনিক চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন। তিনি তাঁর গল্পে সাম্প্রদায়িক এবং সংস্কৃতিক কলহ- তাচ্ছিল্য – আহাজারিকে উপেক্ষা করে সাম্য ও সুন্দরের মৌলিকত্বকে প্রাধান্য দিয়ে মানবতার জয়গান গেয়েছেন। স্বচ্ছ শব্দ গাঁথুনি এবং সুস্থ সাবলীল অলংকরণ তাঁর গল্পকে করে তুলেছে উর্বর এবং ভিন্নতর। আমি গল্প গ্রন্থের জনক ‘জনাব রিপতি বিশ্বাস সবুজ’কে সাধুবাদ জানাই।
অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ বাংলানামা প্রকাশন থেকে প্রকাশিত অতি চমৎকার জীবনধর্মী পনেরটি অণুগল্পে সজ্জিত এ গ্রন্থখানি নিশ্চয়ই পাঠক সমাজে সমাদৃত হবে এবং সৃষ্টির পূর্ণতা পাবে।
পরিশেষে ভালোবাসার উজান গাঙে গ্রন্থের জনক ‘জনাব রিপতি বিশ্বাস সবুজ’, এর সাহিত্য চর্চার আরো সমৃদ্ধি এবং প্রশংসনীয় আগামী কামনা করছি।

কবি মৌসুমী মৌ
লেখক- প্রশিক্ষক।
প্রতিষ্ঠাতা মহাসচিব
কিচিরমিচির শিশু কিশোর সংগঠন।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

ভালোবাসার উজান গাঙে—-কবি মৌসুমী মৌ

প্রকাশিত ০৯:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ভালোবাসার উজান গাঙে
রিপতি বিশ্বাস সবুজ

কখনো ভালোবাসার বিরাণ মাঠ পুড়ে চৌচির হয়! ইটের ভাটার দাবদাহে পুড়ে অভিমানী বাসন্তী যৌবন।
কখনোবা টিয়েরঙা লাজবতী প্রেম- অরোধ্য বাসনায় আছড়ে পড়ে ‘ ভালোবাসার উজান গাঙে’।
ঔপন্যাসিক- গল্পকার ‘রিপতি বিশ্বাস সবুজ’ তাঁর অণুগল্পের দর্শনে চলমান জীবনের নিগূঢ় নিঃস্বার্থ প্রেম- প্রকৃতি, সংসার, উথান- পতন, রাষ্ট্র – সমাজ- ধর্ম – জাত- পাতের স্থিতি- অস্থিতি, সমতা- অসমতার সংস্কার, লৌকিক – অলৌকিক, ভাববাদ ও বস্তুবাদের সংমিশ্রন ঘটিয়ে সুন্দর- সভ্য মানবতাবাদের এক নান্দনিক চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন। তিনি তাঁর গল্পে সাম্প্রদায়িক এবং সংস্কৃতিক কলহ- তাচ্ছিল্য – আহাজারিকে উপেক্ষা করে সাম্য ও সুন্দরের মৌলিকত্বকে প্রাধান্য দিয়ে মানবতার জয়গান গেয়েছেন। স্বচ্ছ শব্দ গাঁথুনি এবং সুস্থ সাবলীল অলংকরণ তাঁর গল্পকে করে তুলেছে উর্বর এবং ভিন্নতর। আমি গল্প গ্রন্থের জনক ‘জনাব রিপতি বিশ্বাস সবুজ’কে সাধুবাদ জানাই।
অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ বাংলানামা প্রকাশন থেকে প্রকাশিত অতি চমৎকার জীবনধর্মী পনেরটি অণুগল্পে সজ্জিত এ গ্রন্থখানি নিশ্চয়ই পাঠক সমাজে সমাদৃত হবে এবং সৃষ্টির পূর্ণতা পাবে।
পরিশেষে ভালোবাসার উজান গাঙে গ্রন্থের জনক ‘জনাব রিপতি বিশ্বাস সবুজ’, এর সাহিত্য চর্চার আরো সমৃদ্ধি এবং প্রশংসনীয় আগামী কামনা করছি।

কবি মৌসুমী মৌ
লেখক- প্রশিক্ষক।
প্রতিষ্ঠাতা মহাসচিব
কিচিরমিচির শিশু কিশোর সংগঠন।