০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ (সদর) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইউপি সদস্য আটক

  • প্রকাশিত ০৮:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৩২৪ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক (কমল) ও একই ইউপির কয়েকজন ওয়ার্ড সদস্যের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে ও চেয়ারম্যানের কক্ষে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আটককৃত ইউপি সদস্যর নাম আব্দুল মান্নান ডলার। তিনি এই ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ( ১) হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে ডিসি অফিসে লিখিত অভিযোগ জমা দেন কয়েকজন ইউপি সদস্য। এ নিয়ে চেয়ারম্যানের সাথে তাদের বিরোধ শুরু হয়। এরই জের ধরে ২৫ জুন বুধবার সকালে ০৫ নং ওয়ার্ডের রাস্তার কাজ পরিদর্শনে যান ইউপি চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক (কমল)। সেখানে তিন নাম্বার ইট দিয়ে রাস্তা করছে এমন অভিযোগে সেই ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয়। পরে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলারের নেতৃত্বে ইউসুফ আলী বিশ্বাস, সাদিকুল আলম, মতিউর রহমান ও জহুরুল হকসহ ছয়জন ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আসেন এবং প্রথমদিকে ইউনিয়ন পরিষদের হলরুমে কথা কাটাকাটি হয় ও দ্বিতীয় দফায় চেয়ারম্যানের কক্ষে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে আরোও জানা যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে পুরাতন কাউন্সিল মোড়ের সামনে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার, ইউসুফ আলী বিশ্বাস, সাদিকুল আলম, মতিউর রহমান ও জুহুরুল হকের উপর চেয়ারম্যানের অনুসারীরা লাঠি দিয়ে হামলা চালায়। এতে ইউপি সদস্য ইউসুফ আলী আহত হন। পরে ইউপি সদস্য ইউসুফ আলীর নেতৃত্বে আবারোও ইউনিয়ন পরিষদে হামলা চালানো হয়। সেখানে আবারোও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক (কমল) বলেন, আমার উপর যেসব অভিযোগ তুলা হয়েছে তার সবই ভিত্তিহীন। ইউনিয়ন পরিষদ সবার, তাই সকল ইউপি সদস্য এখানে আসতে পারেন। আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। কিন্ত আজকে কয়েকজন ইউপি সদস্য এসে আমার সাথে দুর্ব্যবহার করেন এবং ইউপি সচিব ও সিনিয়র ইউপি সদস্যকে মারধর করেন। এছাড়া ইউপি সচিবের ঘরেও ভাংচুর চালাই তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মতিউর রহমান বলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মান্নান ডলারকে আটক করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলমান আছে।

Tag :
জনপ্রিয়

আবেগের আলাপন

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ (সদর) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইউপি সদস্য আটক

প্রকাশিত ০৮:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক (কমল) ও একই ইউপির কয়েকজন ওয়ার্ড সদস্যের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে ও চেয়ারম্যানের কক্ষে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আটককৃত ইউপি সদস্যর নাম আব্দুল মান্নান ডলার। তিনি এই ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ( ১) হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে ডিসি অফিসে লিখিত অভিযোগ জমা দেন কয়েকজন ইউপি সদস্য। এ নিয়ে চেয়ারম্যানের সাথে তাদের বিরোধ শুরু হয়। এরই জের ধরে ২৫ জুন বুধবার সকালে ০৫ নং ওয়ার্ডের রাস্তার কাজ পরিদর্শনে যান ইউপি চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক (কমল)। সেখানে তিন নাম্বার ইট দিয়ে রাস্তা করছে এমন অভিযোগে সেই ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয়। পরে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলারের নেতৃত্বে ইউসুফ আলী বিশ্বাস, সাদিকুল আলম, মতিউর রহমান ও জহুরুল হকসহ ছয়জন ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আসেন এবং প্রথমদিকে ইউনিয়ন পরিষদের হলরুমে কথা কাটাকাটি হয় ও দ্বিতীয় দফায় চেয়ারম্যানের কক্ষে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে আরোও জানা যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে পুরাতন কাউন্সিল মোড়ের সামনে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার, ইউসুফ আলী বিশ্বাস, সাদিকুল আলম, মতিউর রহমান ও জুহুরুল হকের উপর চেয়ারম্যানের অনুসারীরা লাঠি দিয়ে হামলা চালায়। এতে ইউপি সদস্য ইউসুফ আলী আহত হন। পরে ইউপি সদস্য ইউসুফ আলীর নেতৃত্বে আবারোও ইউনিয়ন পরিষদে হামলা চালানো হয়। সেখানে আবারোও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক (কমল) বলেন, আমার উপর যেসব অভিযোগ তুলা হয়েছে তার সবই ভিত্তিহীন। ইউনিয়ন পরিষদ সবার, তাই সকল ইউপি সদস্য এখানে আসতে পারেন। আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। কিন্ত আজকে কয়েকজন ইউপি সদস্য এসে আমার সাথে দুর্ব্যবহার করেন এবং ইউপি সচিব ও সিনিয়র ইউপি সদস্যকে মারধর করেন। এছাড়া ইউপি সচিবের ঘরেও ভাংচুর চালাই তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মতিউর রহমান বলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মান্নান ডলারকে আটক করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলমান আছে।