বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব আতিকুর রহমান আতিক।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, আগামী প্রজন্মকে একটি সুন্দর জীবন উপহার দিতেও সহায়ক ভূমিকা পালন করে।
জনাব আতিকুর রহমান আতিক তাঁর বক্তব্যে বলেন,
“বিএনপি সবসময় জনকল্যাণমূলক কাজে বিশ্বাসী। এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল পরিবেশ রক্ষার জন্য নয়, বরং জনগণের সঙ্গে দলের নিবিড় সম্পর্ক গড়ে তোলার একটি অংশ।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা এলাকাবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান।