০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
উত্তম দাস (বিশেষ প্রতিনিধি) খুলনা

১৭সেপ্টেম্বর, ২০২৪, সকাল ১০ টায় খালিশপুর, খুলনায় ভুয়া প্রযুক্তি বন্ধ করুন:প্রকৃত নবায়নযোগ্য শক্তির সঠিক প্রতিশ্রুতি দাবিতে জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানী মুক্ত ভবিষ্যতের জন্য গ্লোবাল উইক অব অ্যাকশনের (GWA) অংশ হিসাবে, ধ্রুব (DHRUBA) সংস্থাটি, CLEAN, BWGED এবং সুশীল সমাজের সহযোগিতায় খালিশপুর খুলনায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

  • প্রকাশিত ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৪০০ বার দেখা হয়েছে

এই সমাবেশের উদ্দেশ্য ছিল জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষতিকারক দিক তুলে ধরা, যা পরিবেশ এবং জনমানুষকে অব্যাহতভাবে হুমকির মুখে ফেলছে। বিক্ষোভকারীরা এলএনজি’র মতো পরিবেশ বিনাশকারী “ভুয়া প্রযুক্তি” গুলির অবসানের আহ্বান জানান। অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য দেন সাথী সরকার, মিনা সরদার, নিলয় মন্ডল, নিত্য সরদার এবং ধ্রুব সংস্থার প্রধান সমন্বয়কারী উত্তম দাস সহ আরো অনেকে।

ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক, রেখা মারিয়া বৈরাগী, বলেন, “জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদের চারপাশের ছড়িয়ে আছে সেগুলো আমাদের বদলাতে হবে এবং প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যত বিনির্মাণ হয় সেদিকে মনোনিবেশ করা আবশ্যক। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম।”

এছাড়াও প্রতিবাদকারীরা, সরকার এবং দেশী-বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্বন-ধারণ প্রযুক্তি এবং এলএনজির মতো জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রযুক্তিগুলোকে বর্জন এবং এর বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দেবার আহ্বান জানান যা পরিবেশ এবং সমাজ উভয়ের জন্য উপকারী।

Tag :
জনপ্রিয়

উত্তম দাস (বিশেষ প্রতিনিধি) খুলনা

১৭সেপ্টেম্বর, ২০২৪, সকাল ১০ টায় খালিশপুর, খুলনায় ভুয়া প্রযুক্তি বন্ধ করুন:প্রকৃত নবায়নযোগ্য শক্তির সঠিক প্রতিশ্রুতি দাবিতে জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানী মুক্ত ভবিষ্যতের জন্য গ্লোবাল উইক অব অ্যাকশনের (GWA) অংশ হিসাবে, ধ্রুব (DHRUBA) সংস্থাটি, CLEAN, BWGED এবং সুশীল সমাজের সহযোগিতায় খালিশপুর খুলনায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

প্রকাশিত ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

এই সমাবেশের উদ্দেশ্য ছিল জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষতিকারক দিক তুলে ধরা, যা পরিবেশ এবং জনমানুষকে অব্যাহতভাবে হুমকির মুখে ফেলছে। বিক্ষোভকারীরা এলএনজি’র মতো পরিবেশ বিনাশকারী “ভুয়া প্রযুক্তি” গুলির অবসানের আহ্বান জানান। অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য দেন সাথী সরকার, মিনা সরদার, নিলয় মন্ডল, নিত্য সরদার এবং ধ্রুব সংস্থার প্রধান সমন্বয়কারী উত্তম দাস সহ আরো অনেকে।

ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক, রেখা মারিয়া বৈরাগী, বলেন, “জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদের চারপাশের ছড়িয়ে আছে সেগুলো আমাদের বদলাতে হবে এবং প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যত বিনির্মাণ হয় সেদিকে মনোনিবেশ করা আবশ্যক। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম।”

এছাড়াও প্রতিবাদকারীরা, সরকার এবং দেশী-বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্বন-ধারণ প্রযুক্তি এবং এলএনজির মতো জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রযুক্তিগুলোকে বর্জন এবং এর বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দেবার আহ্বান জানান যা পরিবেশ এবং সমাজ উভয়ের জন্য উপকারী।