রাজবাড়ী জেলা সংবাদদাতা : হয়রানী থেকে রেহাই পাওয়ার জন্য প্রতিকার চেয়ে মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর ) রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে একটি আবেদন পত্র করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলি গ্রামের মো: আ: খালেক খার ছেলে আ: করিম খা। আবেদন কারী করিম খা তার আবেদন পত্রে উল্লেখ করেন যে, একই গ্রামের সৈয়েদ আলী খার সাথে দীর্ঘ দিন যাবৎ পূর্ব শত্রুতার জের হিসেবে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ সৈয়েদ আলী খার মেয়ে রেবেকা খাতুনকে আবেদন কারীদের পিছনে যেনতেন ভাবে হয়রানী করার জন্য লেলিয়ে দেয়। উক্ত আবেদন পত্রে আরো উল্লেখ করা হয় যে, উল্লেখিত রেবেকা খাতুন নিজেকে একজন মহিলা আনসার সদস্য পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের হয়রানী করে থাকে।
তাই তদন্ত পূ্র্বক রেহানা কর্তৃক হয়রানীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য পুলিশ সুপারের কাছে জোর দাবি জানিয়েছেন করিম খা।