গত ২৬ আগস্ট ২০২৫ হিন্দু কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা কমিটি গঠনকল্পে এক সাংগঠনিক সভা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন বালাজিউর আখড়া ৫নং কে.সি.নাথ রোড, আমলাপাড়া, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়। উক্ত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন মা প্রিয় জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী লিটন চন্দ্র ঘোষ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ সংস্থার কেন্দ্রীয় মহাসচিব বিশিষ্ট সাংবাদিক হৃদয় চন্দ্র গুপ্ত তিনি তার বক্তব্যে সংস্থার আদর্শ উদ্দের্শ ব্যাখ্যা করেন এবং সকল কর্মকর্তা ও সদস্যদের সংস্থার সাংগঠনিক কর্মকান্ড বেগবান করার মতামত ব্যক্ত করেন। হিন্দু কল্যাণ সংস্থার বন্দর থানার ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি উক্ত অনুষ্ঠানে ঘোষণা করা হয়। উক্ত নির্বাচিত কমিটি সংস্থার মহাসচিব হৃদয় চন্দ্র গুপ্তের হাতে তুলে দেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উক্ত কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, কৃষ্ণ ঘোষ-সভাপতি, লিটন চন্দ্র ঘোষ- সহ সভাপতি, রতন দাস বৈরাগী-সাধারণ সম্পাদক, বিপ্লব চন্দ্র সাহা-সহ সাধারণ সম্পাদক, হারাধন চন্দ্র গোপ-সম্পাদক-০১, অর্থ ও হিসাব রতন চন্দ্র শীল-সম্পাদক-০২, সাংগঠনিক, আইন ও মানবাধিকার, সুরেশ চন্দ্র বিশ্বাস-সম্পাদক-০৩, যুব, ক্রীড়া ও সমাজকল্যাণ, রাকেশ কুমার ঘোষ-সম্পাদক-০৪, সাহিত্য, প্রচার ও প্রকাশনা, শিশির চন্দ্র বিশ্বাস-সম্পাদক-০৫, ধর্ম, শিক্ষা, গবেষণা ও লাইব্রেরী, কৃষ্ণ কান্ত সরকার-সম্পাদক-০৬, চিকিৎসা ও পরিবেশ, দিপালী রানী সম্পাদক-০৭, কৃষি, মৎস্য, পশু সম্পদ, ত্রাণ ও পূর্ণবাসন ও মহিলা বিষয়ক, লিটন দাস ও হরিশংকর দাস, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। অনুষ্ঠান পরিচালন করেন রতন দাস বৈরাগী। পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি লিটন চন্দ্র ঘোষ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংস্থার পক্ষে কাজ করার অনুরোধ রেখে সকলের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম