১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ নাজির হোসেন জনি ঢাকা প্রিতিনিধি :

হার্ট এর রিং এর নতুন মূল্য নির্ধারন,যা কার্যকর হবে ১’লা অক্টোবর থেকে

  • প্রকাশিত ০৬:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত তিনটি কোম্পানির তৈরি ১০ ধরনের করোনারি স্টেন্টের নতুন দাম কার্যকর করা হবে আগামী ১’লা অক্টোবর থেকে। করোনারি স্টেন্ট আমদানিকারকদের আবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে। গত ৩’রা অাগস্ট ওই তিনটি কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম কমায় সরকার। তাতে এগুলোর দাম তিন হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমে। ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া সচল রাখতে এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বা করোনারি স্টেন্ট পরানো হয়। প্রচলিত ভাষায় এটি ‘রিং’ হিসেবে পরিচিত।

মঙ্গলবার মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক ড. মো. আকতার হোসেন সাংবাদিকদের বলেন, করোনারি স্টেন্টের দাম সহনশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার অংশ হিসেবে গত ১৬ ই এপ্রিল একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে। বাজারে প্রচলিত আমেরিকার কোম্পানি মেডট্রোনিক, বস্টন সায়েন্টিফিক এবং অ্যাবোট এর রিং এর দাম তুলনামুলকভাবে বেশি থাকায় প্রাথমিকভাবে এগুলোর বিষয়ে পর্যালোচনা করে। এরপর গত ৩’রা অাগস্ট এসব কোম্পানির ১০ ধরনের রিং এর দাম
পুনর্নির্ধারণ করে।

Tag :
জনপ্রিয়

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরাও সহযোদ্ধা

মোঃ নাজির হোসেন জনি ঢাকা প্রিতিনিধি :

হার্ট এর রিং এর নতুন মূল্য নির্ধারন,যা কার্যকর হবে ১’লা অক্টোবর থেকে

প্রকাশিত ০৬:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত তিনটি কোম্পানির তৈরি ১০ ধরনের করোনারি স্টেন্টের নতুন দাম কার্যকর করা হবে আগামী ১’লা অক্টোবর থেকে। করোনারি স্টেন্ট আমদানিকারকদের আবেদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে। গত ৩’রা অাগস্ট ওই তিনটি কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম কমায় সরকার। তাতে এগুলোর দাম তিন হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমে। ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া সচল রাখতে এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বা করোনারি স্টেন্ট পরানো হয়। প্রচলিত ভাষায় এটি ‘রিং’ হিসেবে পরিচিত।

মঙ্গলবার মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক ড. মো. আকতার হোসেন সাংবাদিকদের বলেন, করোনারি স্টেন্টের দাম সহনশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার অংশ হিসেবে গত ১৬ ই এপ্রিল একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে। বাজারে প্রচলিত আমেরিকার কোম্পানি মেডট্রোনিক, বস্টন সায়েন্টিফিক এবং অ্যাবোট এর রিং এর দাম তুলনামুলকভাবে বেশি থাকায় প্রাথমিকভাবে এগুলোর বিষয়ে পর্যালোচনা করে। এরপর গত ৩’রা অাগস্ট এসব কোম্পানির ১০ ধরনের রিং এর দাম
পুনর্নির্ধারণ করে।