১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হামলাকারীদের এমন সাজা দেব, কল্পনাও করতে পারবে না: মোদি

  • প্রকাশিত ০৬:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহত হওয়ার দুই দিন পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কড়া বার্তা দিয়ে বলেছেন, “ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং অকল্পনীয় শাস্তি দেবে।”

আজ বৃহস্পতিবার বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই হুশিঁয়ারি উচ্চারণ করেন। খবর এনডিটিভির।

মোদি বলেন, “স্পষ্ট শব্দে বলে দিতে চাই, যে এই হামলা চালিয়েছে, ওই জঙ্গিদের ও ষড়যন্ত্রকারীদের এমন সাজা দেওয়া হবে, যা ধারণার বাইরে। সাজা হবেই।” এদিন মধুবনীতে সভা শুরুর আগে পহেলগাঁওতে নিহতদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করেন ভারতের প্রধানমন্ত্রী।

এরপর মোদি বলেন, “কোটি কোটি দেশবাসী আজ শোকাহত। পহেলগাঁওতে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। নিহতদের পরিবারের পাশে গোটা দেশ। সরকার আহতদের জন্য সবরকম ব্যবস্থা করছে। কেউ সন্তান হারিয়েছেন, কেউ ভাই, কেউ আবার জীবনসঙ্গীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলা বলত, কেউ কান্নাড়া, কেউ মারাঠা। কার্গিল থেকে কন্যাকুমারী সকলে ক্ষোভে ফুঁসছে। এই আক্রমণ কেবল নিরস্ত্র পর্যটকদের উপরই ঘটেনি। দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস করেছে।”

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, “সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি দিয়ে জঙ্গিদের কোমর ভাঙব। সন্ত্রাসবাদীদের ধ্বংস করে ছাড়বে ভারত। বিহারের মাটি থেকে গোটা বিশ্বকে বলছি, ভারত জঙ্গিদের খুঁজে বের করে প্রত্যেককে সাজা দেবে। সন্ত্রাসবাদে ইতি টানবে ভারত। যারা মানবতায় বিশ্বাস করেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সেই সমস্ত দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই বিপদে সমর্থন করেছেন।”

এর আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকের পরে নয়াদিল্লি জানায়, পাকিস্তানের সঙ্গে অবিলম্বে স্থগিত করা হচ্ছে সিন্ধু পানিচুক্তি। যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদে লাগাম টানবে, ততদিন সিন্ধু পানিচুক্তি স্থগিত থাকবে বলে ভারত সরকারে তরফে স্পষ্টভাবে জানানো হয়।

সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি ওয়াঘার আটারি সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে পাকিস্তানিদের জন্য সব সার্ক ভিসা বাতিল করে দেয়া হয়েছে। আগে ইস্যু করা সার্ক ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা-সংক্রান্ত কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত। এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন টিআরএফ।

এদিকে, কাশ্মিরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে মঙ্গলবারই নিজেদের অবস্থান স্পষ্ট করে পাকিস্তান। কিন্তু তারপরও ভারত কূটনৈতিক পদক্ষেপ নেয়ায় পাল্টা প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে’ আজ বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির (এনসিসি) সভা ডেকেছেন।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

কাপ্তাই রিজার্ভ ফরেস্টে স’মিল স্থাপন বন উজাড়-সবুজ বেষ্টনীর বিপন্ন পাহাড়

হামলাকারীদের এমন সাজা দেব, কল্পনাও করতে পারবে না: মোদি

প্রকাশিত ০৬:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা আন্তর্জাতিক ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহত হওয়ার দুই দিন পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কড়া বার্তা দিয়ে বলেছেন, “ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং অকল্পনীয় শাস্তি দেবে।”

আজ বৃহস্পতিবার বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই হুশিঁয়ারি উচ্চারণ করেন। খবর এনডিটিভির।

মোদি বলেন, “স্পষ্ট শব্দে বলে দিতে চাই, যে এই হামলা চালিয়েছে, ওই জঙ্গিদের ও ষড়যন্ত্রকারীদের এমন সাজা দেওয়া হবে, যা ধারণার বাইরে। সাজা হবেই।” এদিন মধুবনীতে সভা শুরুর আগে পহেলগাঁওতে নিহতদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করেন ভারতের প্রধানমন্ত্রী।

এরপর মোদি বলেন, “কোটি কোটি দেশবাসী আজ শোকাহত। পহেলগাঁওতে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। নিহতদের পরিবারের পাশে গোটা দেশ। সরকার আহতদের জন্য সবরকম ব্যবস্থা করছে। কেউ সন্তান হারিয়েছেন, কেউ ভাই, কেউ আবার জীবনসঙ্গীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলা বলত, কেউ কান্নাড়া, কেউ মারাঠা। কার্গিল থেকে কন্যাকুমারী সকলে ক্ষোভে ফুঁসছে। এই আক্রমণ কেবল নিরস্ত্র পর্যটকদের উপরই ঘটেনি। দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস করেছে।”

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, “সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি দিয়ে জঙ্গিদের কোমর ভাঙব। সন্ত্রাসবাদীদের ধ্বংস করে ছাড়বে ভারত। বিহারের মাটি থেকে গোটা বিশ্বকে বলছি, ভারত জঙ্গিদের খুঁজে বের করে প্রত্যেককে সাজা দেবে। সন্ত্রাসবাদে ইতি টানবে ভারত। যারা মানবতায় বিশ্বাস করেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সেই সমস্ত দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই বিপদে সমর্থন করেছেন।”

এর আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকের পরে নয়াদিল্লি জানায়, পাকিস্তানের সঙ্গে অবিলম্বে স্থগিত করা হচ্ছে সিন্ধু পানিচুক্তি। যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদে লাগাম টানবে, ততদিন সিন্ধু পানিচুক্তি স্থগিত থাকবে বলে ভারত সরকারে তরফে স্পষ্টভাবে জানানো হয়।

সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি ওয়াঘার আটারি সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে পাকিস্তানিদের জন্য সব সার্ক ভিসা বাতিল করে দেয়া হয়েছে। আগে ইস্যু করা সার্ক ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা-সংক্রান্ত কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত। এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন টিআরএফ।

এদিকে, কাশ্মিরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে মঙ্গলবারই নিজেদের অবস্থান স্পষ্ট করে পাকিস্তান। কিন্তু তারপরও ভারত কূটনৈতিক পদক্ষেপ নেয়ায় পাল্টা প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে’ আজ বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির (এনসিসি) সভা ডেকেছেন।
স্বদেশ বিচিত্রা/এআর