ঝিনাইদহের কোটচাঁদপুরে হাওর-বাঁওড়-বিল-খাস জলাশয়ের ইজারা প্রথা বাতিল করে জেলে-মজুর-ভূমিহীনদের মাছ ধরার অধিকার নিশ্চিতের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ-মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এসময়ে ক্ষেতমজুর সমিতির লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। একই দাবিতে যশোর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চট্টগ্রাম, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সংগঠনের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, ঝিনাইদহ জেলা সহ নির্মল হালদার, সহকারী সাধারণ সম্পাদক পরিতোষ হালদার, জেলা কমিটির নেতা মনোরঞ্জন হালদার, ক্ষেতমজুর সমিতির মহেশপুর উপজেলা সভাপতি বাসুদেব বিশ্বাস, উপজেলা নেতা সাধন হালদার, কোটচাঁদপুর উপজেলা নেতা নিত্য হালদার, লালন হালদার, শীলা হালদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইজারা প্রথার কারণে প্রকৃত মৎস্যজীবীরা বেকার হয়ে পড়ছে, মানবেতর জীবনযাপন করছে। তাই ‘জাল যার, জলা তার’ নীতির আলোকে জলমহালগুলো স্থানীয় গরিব জেলেদের সমবায়ের মাধ্যমে বরাদ্দ দেওয়ার ৪ দফা দাবি জানান।
সেসময় নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।