০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
মিরসরাই প্রতিনিধি :

হাঁস নিয়ে ঝগড়ার জেরে ভাতিজার হাতে জেঠা খুন

  • প্রকাশিত ০৫:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১০ বার দেখা হয়েছে

চট্টগ্রাম মিরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ার জেরে এস এম ফজলুল করিম (৬৯) নামের এক বৃদ্ধকে গলা টিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় উপজেলার মায়ানি ইউনিয়নের মধ্যম মায়ানি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম মধ্যম মায়ানি গ্রামের মৃত শেখ আহমদের ছেলে। এস এম ফজলুল করিম দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে এখন বাড়িতে অবসর জীবন যাপন করছিলেন।
নিহত ব্যক্তির ভাইয়ের ছেলে মো. মইনুদ্দিন জানান, রোববার একই বাড়ির বাসিন্দা ফয়জুল্লাহ এস এম ফজলুল করিমের পালিত একটি হাঁস ধরে নিয়ে আটকে রাখেন। সোমবার বিকেলে ফজলুল করিমের স্ত্রী ফয়জুল্লাহর ঘরে গিয়ে হাঁসটি নিয়ে আসেন।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে এস এম ফজলুল করিমের সাথে হাঁস নিয়ে যাওয়া ফয়জুল্লাহর ছেলে মোহাম্মদ জাকারিয়া জাহেদের (৩৫) দেখা হলে হাঁস আটকে রাখার বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে জাকারিয়া ফজলুল করিমের গলা টিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরসরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারজানা ইসলাম স্বদেশ বিচিত্রাকে বলেন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এস এম ফজলুল করিম নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তবে তার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। নিহতের স্বজনরা দাবি করছিলেন এক যুবক তাকে গলা টিপে হত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান স্বদেশ বিচিত্রাকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মায়ানি ইউনিয়নের মধ্যম মায়ানি গ্রামে হাঁস নিয়ে ঝগড়ার এক পর্যায়ে এস এম ফজলুল করিম নামের এক বৃদ্ধকে গলা টিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে যুক্ত যুবককে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছি আমরা। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :
জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে সরাসরি ট্রেন পেতে ও আট দফা দাবীতে মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি :

হাঁস নিয়ে ঝগড়ার জেরে ভাতিজার হাতে জেঠা খুন

প্রকাশিত ০৫:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

চট্টগ্রাম মিরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ার জেরে এস এম ফজলুল করিম (৬৯) নামের এক বৃদ্ধকে গলা টিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় উপজেলার মায়ানি ইউনিয়নের মধ্যম মায়ানি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম মধ্যম মায়ানি গ্রামের মৃত শেখ আহমদের ছেলে। এস এম ফজলুল করিম দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে এখন বাড়িতে অবসর জীবন যাপন করছিলেন।
নিহত ব্যক্তির ভাইয়ের ছেলে মো. মইনুদ্দিন জানান, রোববার একই বাড়ির বাসিন্দা ফয়জুল্লাহ এস এম ফজলুল করিমের পালিত একটি হাঁস ধরে নিয়ে আটকে রাখেন। সোমবার বিকেলে ফজলুল করিমের স্ত্রী ফয়জুল্লাহর ঘরে গিয়ে হাঁসটি নিয়ে আসেন।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে এস এম ফজলুল করিমের সাথে হাঁস নিয়ে যাওয়া ফয়জুল্লাহর ছেলে মোহাম্মদ জাকারিয়া জাহেদের (৩৫) দেখা হলে হাঁস আটকে রাখার বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে জাকারিয়া ফজলুল করিমের গলা টিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরসরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারজানা ইসলাম স্বদেশ বিচিত্রাকে বলেন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এস এম ফজলুল করিম নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তবে তার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। নিহতের স্বজনরা দাবি করছিলেন এক যুবক তাকে গলা টিপে হত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান স্বদেশ বিচিত্রাকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মায়ানি ইউনিয়নের মধ্যম মায়ানি গ্রামে হাঁস নিয়ে ঝগড়ার এক পর্যায়ে এস এম ফজলুল করিম নামের এক বৃদ্ধকে গলা টিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে যুক্ত যুবককে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছি আমরা। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।