হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি মেছো বিড়াল অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এটি অবমুক্ত করা হয়। এটি হবিগঞ্জের বানিয়াচং এর প্রথমরেখ গ্রাম থেকে গত ২৫ নভেবম্বর উদ্ধার করা হয়। এটি উদ্ধার করেন হবিগঞ্জের বন্যপ্রাানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকতা তোফায়েল আহমেদ চৌধুরী । পরে তার অফিসে অসুস্থ মেছো বিড়াল টিকে চিকিৎসা দেয়া হয়। ৯ দিন চিকিৎসা দেয়ার পর সাতছড়িতে অবমুক্ত করা হয়।
হবিগঞ্জের বন্যপ্রাানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকতা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন মেছো বিড়াল প্রকৃতির জন্য যে কত উপকারী তা বলার অপেক্ষা রাখে না। আমাদের কৃষকদের জন্য বিরাট উপকারী। মেছো বিড়াল ইদুর ধরে খায় ও মরা মাছ খায়। মেছো বিড়াল না থাকলে ধান ক্ষেতে ফসল পাবে না। আর মরা মাছ খেলে প্রকৃতি সঠিক ভাবে চলবে।
০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি মেছো বিড়াল অবমুক্ত
Tag :
জনপ্রিয়