অন্তর্বর্তী কালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবঃ) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছল করেন তারা।
মিছিলটি পৌর ভাষানি মিলনায়তনের সবুজ চত্বর হতে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির স্বপানে জমায়েত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা বিএনপির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, ,যুগ্ম- সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস. এম আনোয়ার হোসেন রাজেশ,সহ দপ্তর সম্পাদক শেখ এনামুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবীব,সহ সভাপতি সবুজ রায়হান বিজয় সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।