ফেনীর সোনাগাজীতে আমজাদ হোসেন সুমন(৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কয়েকজন যুবদলকর্মী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভুঞা বাজার সংলগ্ন তোফায়েল সারেং বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সে চর ছান্দিয়া গ্রামের হাফিজ উল্যাহর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
তার ভাই জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে ।
তিনি জানান, আওয়ামী পরিবারের লোক হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন, তবে সুমনের বিরুদ্ধে কারো কোন অভিযোগ ছিলনা। শুধু আ’লীগের সমর্থক হওয়ায় স্থানীয় যুবদল কর্মী শিপন , মামুন ও সুজনসহ কয়েকজন চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। হামলাকারীরা সকলে সশস্ত্র ছিল। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সুদ্বীপ রায়।
০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
সৈয়দ মনির আহমদ, ফেনী:
সোনাগাজীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
Tag :
জনপ্রিয়