১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
হাফিজুর রহমান ময়না , বিশেষ প্রতিনিধি :

সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে নাটোরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচাল

  • প্রকাশিত ০৭:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

‘সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে অদ্য ৩০.০১.২০২৫ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে নাটোর শহরে একটি বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে নিম্নমানের ‘প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার (মোটর বাইক, স্কুটার, ইলেকট্রিক ভেহিক্যালস) রাইডার্স’ এর বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করা, লিফলেট বিতরণ করা হয় এবং ক্রেতাসাধারণকে বিএসটিআই এর মানচিহ্ন দেখে হেলমেট ক্রয়ে উৎসাহিত করা হয়। এক্ষেত্রে ডিলার বা বিক্রেতাকে আমদানীকারকের নিকট হতে বিএসটিআই এর লাইসেন্স বা আমদানি ছাড়পত্রের কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং উক্ত হেলমেটে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়।

নিম্নোক্ত হেলমেট বিক্রিকারী প্রতিষ্ঠানসমূহকে পরামর্শ প্রদান করা হয়:
(১) জুম্মা অটোজ, কানাইখালি, নাটোর।
(২) রাইতা অটোজ, বড় হরিশপুর, নাটোর।
(৩) গাংচিল অটোজ, কানাইখালি, নাটোর।
(৪) গণি অটোজ, বলাড়িপাড়া, নাটোর।
(৫) লিটন অটোজ, কানাইখালি, নাটোর।
(৬) সজিব মটরস, কানাইখালি, নাটোর।

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাইচহত থাকবে বলে জহুরা সিকদার,
পরিচালক (অঃ দাঃ)
বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

Tag :
জনপ্রিয়

তেজগাঁও ২৬ নাম্বার ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ল্যাব এইডে দেখতে যান মোঃ বেলায়েত হোসেন কে

হাফিজুর রহমান ময়না , বিশেষ প্রতিনিধি :

সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে নাটোরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচাল

প্রকাশিত ০৭:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

‘সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে অদ্য ৩০.০১.২০২৫ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে নাটোর শহরে একটি বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে নিম্নমানের ‘প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার (মোটর বাইক, স্কুটার, ইলেকট্রিক ভেহিক্যালস) রাইডার্স’ এর বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করা, লিফলেট বিতরণ করা হয় এবং ক্রেতাসাধারণকে বিএসটিআই এর মানচিহ্ন দেখে হেলমেট ক্রয়ে উৎসাহিত করা হয়। এক্ষেত্রে ডিলার বা বিক্রেতাকে আমদানীকারকের নিকট হতে বিএসটিআই এর লাইসেন্স বা আমদানি ছাড়পত্রের কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং উক্ত হেলমেটে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়।

নিম্নোক্ত হেলমেট বিক্রিকারী প্রতিষ্ঠানসমূহকে পরামর্শ প্রদান করা হয়:
(১) জুম্মা অটোজ, কানাইখালি, নাটোর।
(২) রাইতা অটোজ, বড় হরিশপুর, নাটোর।
(৩) গাংচিল অটোজ, কানাইখালি, নাটোর।
(৪) গণি অটোজ, বলাড়িপাড়া, নাটোর।
(৫) লিটন অটোজ, কানাইখালি, নাটোর।
(৬) সজিব মটরস, কানাইখালি, নাটোর।

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাইচহত থাকবে বলে জহুরা সিকদার,
পরিচালক (অঃ দাঃ)
বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান।