মো: শাহীন আলম, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে তিস্তা নদী বাঁচাতে আন্দোলনের অংশ হিসেবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সুন্দরগঞ্জের হরিপুর টু চিলমারী তিস্তা ব্রিজ পয়েন্টে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ উদ্যোগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু প্রধান সমন্বয়কারী,তিস্তা নদী আন্দোলন ও সাবেক মন্ত্রী লালমনিরহাট।
অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি।
উপস্থিত ছিলেন- সভাপতি: অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক, সমন্বয়কারী, তিস্তা নদী রক্ষা আন্দোলন, গাইবান্ধা।
প্রস্তুতি সভায় দলমত নির্বিশেষে হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার দুই তীরে ২৩০ কিলোমিটার অংশজুড়ে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আসাদুল হাবীব দুলু বলেন-অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।
তিনি বলেন- যে নদী এক সময় আমাদের সমৃদ্ধির প্রতীক ছিল, তা এখন আমাদের দুর্দশার কারণ। আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
৪৮ ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে উত্তরবঙ্গজুড়ে বিশাল গণজমায়েতের আয়োজন হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি, নদী গবেষক ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরাও যোগ দেবেন।
আরও উপস্থিত ছিলেন – জনাব মাহমুদুন্নবী টিটুল সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি, জনাব শহিদুজ্জামান শহীদ, জনাব জিয়াউল হক জিয়া, এ্যাড. জাহাঙ্গীর আলম জিন্না, জনাব বাবুল আহমেদ, জনাব মাহমুদুল ইসলাম প্রামাণিক, জনাব মাজহারুল ইসলাম, চেয়ারম্যান, জনাব মনোয়ার আলম সরকার চেয়ারম্যান সহ জেলা, উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মো: শাহীন আলম স্টাফ রিপোর্টার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
মোবা: ০১৭৩৪৩৫৬৮১১