উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে আবার বাড়তে শুরু করেছে। এতে চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
সোমবার ভোরে উপজেলার জোতপাড়া নদীর ঘাটের পশ্চিমে বাঁধের দুটি স্থানের অন্তত ৪৫ মিটার এলাকায় নদীতে ধসে গেছে। এতে নদীতীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পরিদর্শন শেষে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, জোতপাড়া নদীর ঘাটের পশ্চিমে চৌদ্দরশি এলাকার দুটি স্থানের একটিতে প্রায় ৩৫ মিটার এবং পাশের আরেকটি স্থানের ৭ থেকে ৮ মিটার এলাকার বেড়িবাঁধের ব্লক নদীতে ধসে গেছে। বিষয়টি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, চৌহালীতে বাঁধ ধসের স্থান দেখতে রওনা দিয়েছেন তিনি। ধস ঠেকাতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি।
২৯ অগাস্ট থেকে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীতীরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এসব এলাকার ফসলি জমি তলিয়ে যাচ্ছে। সেইসঙ্গে ভাঙন আতঙ্কে রয়েছেন নদী তীরের বাসিন্দারা।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীতে পানি বাড়লেও এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পাউবোর এই কর্মকর্তা।