সিরাজগঞ্জের সলঙ্গায় ১৫৮ বোতল ফেন্সিডিলসহ জয়পুরহাটের ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত র্যাব-১২ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধারের কথা জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী সাথী আক্তার (৩০), একই এলাকার আবু তালেব খানের স্ত্রী আজেদা বেগম (৪৪) ও আব্দুল খালেকের স্ত্রী শারমিন আক্তার (৩১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গার সাতটিকরি তালতলা বাজার এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালানো হয়।
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ তাদের কারাগারে প্রেরণ করেছে।