সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে তিনটি আন্ত নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা বলেন, উল্লাপাড়া একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন হলেও চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো এই স্টেশনে যাত্রাবিরতি করে না। যে কারণে এ অঞ্চলের যাত্রীরা উল্লেখিত ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্টেশনটিতে দ্রুত সময়ের মধ্যে ট্রেনের যাত্রাবিরতির দাবি বাস্তবায়নে সরকার ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তারা।
এদিকে, কর্মসূচি চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে অপেক্ষা করতে থাকে। এ কারণে যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
ওই সময় বনলতা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল। কর্মসূচি শেষ হলে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়।