নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বাসিন্দা গনঅভ্যুত্থানে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী মোসাম্মৎ শাহনাজ বেগম বাদী হয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধান মন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আলোচিত খেলা হবে খ্যাতি সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, এনসিসি কাউন্সিলর নুরউদ্দিনসহ ৬২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার ১৮ অগাস্ট রাতে থানায় মামলাটি দায়ের করেন নিহত মিলনের স্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২১ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোডের শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাওয়ার পথে মিলন মিয়াকে আওয়ামী লীগ, যুবলীগ একত্রিত হয়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষন করে। ফলে মিলন মিয়ার বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার দুই ভাগিনা শাকিব ও মানিকসহ স্থানীয় লোকজন কনক হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে সাইনবোর্ড প্রো এ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়, রাতে মিলন মারা যায়। জানা যায়, এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরীব ওসমান,এনসিসি ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি,৭ নং ওয়ার্ডেরকাউন্সিলর রুহুল আমিন, ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর শাহজালাল বাদল,কাউন্সিলর ইফখার আলম খোকন,মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু,মহানগর আওয়ামী লীগ নেতা জাকিরুল আলম হেলাল,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শাহ, শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ ৬২ জনকে আসামি করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক সত্যতা নিশ্চিত করেন।